খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

আত্মবিশ্বাসী কেয়া পায়েল

এমদাদুল হক মিলটন
প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:১৯ পিএম
আত্মবিশ্বাসী কেয়া পায়েল

অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না তাঁর। সেই অভিনয়েই নিজের অবস্থান পাকা করেছেন।  নির্মাতাদের আস্থার নাম টোল পরা গালে হাসি ছড়ানো মেয়েটির নাম। বলছি অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের কথা। তিনি এখন যেমন ব্যস্ত অভিনয়ে, তেমনি সময় দিচ্ছেন নিজের স্বপ্নের ব্যবসায়ও। 

সম্প্রতি এই অভিনেত্রী নেপালে একটি নাটকের শুটিং শেষ করেছেন। সঙ্গে ছিলেন সহশিল্পী জিয়াউল হক পলাশ। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নেপাল ভ্রমণের কিছু ঝলক ফেসবুকে শেয়ার করলেও কেয়া জানান, এগুলো সব শুটিংয়ের সময়ের ছবি, পরে পোস্ট করেছেন বলে অনেকেই ভেবে বসেছেন তিনি এখন নেপালেই আছেন। শুটিংয়ের ফাঁকে সৌন্দর্য কিছুটা উপভোগ করলেও মূলত ব্যস্ত ছিলেন ক্যামেরার সামনে।

সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘কানাডায় গিয়েছিলাম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। এর আগে নিউইয়র্কও যাওয়া হয়েছে। কাজের পাশাপাশি কানাডাতেও ঘোরা হয়েছে কিছুটা। সুন্দর জায়গায় গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। এই ভ্রমণ শেষে মনে হলো, নিউইয়র্ক এক শহরে হাজার শহরের গল্প ধরে রেখেছে। কনি আইল্যান্ডের নির্ভার আনন্দ, ম্যানহাটানের ব্যস্ততা আর নায়াগ্রার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে যেন অন্যরকম ভালোলাগা ভরিয়ে দেয় আমাকে। শুটিংয়ের ব্যস্ততা, নানামুখী কাজের দৌড়ের মাঝেও মাঝেমধ্যে চোখ বন্ধ করলেই কনি আইল্যান্ডের ঢেউ আর ম্যানহাটানের আলো আমার মনে ভেসে উঠবে মনে করিয়ে দেয়, পৃথিবী আসলেই কত সুন্দর আর বৈচিত্র্যময়।’

বিদেশ ভ্রমণ নিয়ে ব্যক্তিগত ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশেই আমার যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিবারই নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছি। অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে। তবে বিদেশে গেলে মাঝেমধ্যে দম বন্ধ লাগে, দেশে ফিরলেই শান্তি পাই।” কেয়া পায়েলের সবচেয়ে প্রিয় জায়গা ফরিদপুর, যেখানে তাঁর নানাবাড়ি। সেই সঙ্গে কক্সবাজার, সিলেট, বান্দরবান, রাজশাহীর কথাও বলেন পছন্দের জায়গা হিসেবে। অভিনয়ের পাশাপাশি গত এক বছর ধরে যুক্ত হয়েছেন পার্লার ব্যবসার সঙ্গে। অনেক তারকা যেখানে অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসায় নেমেছেন, সেখানে নিজের স্বপ্ন থেকেই এটি শুরু করেছেন। নাটকের কাজ নিয়েও দারুণ ব্যস্ত তিনি। ঈদের পর কিছুটা কাজ কমলেও এখন আবার শুটিংয়ের চাপ বাড়ছে। ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমেও নাটক প্রচার পাচ্ছে নতুন গতি। ‘অনেক দিন পরে’ নামে এক নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া, যা ১৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

সম্প্রতি তৌসিফ মাহবুবের সঙ্গে করা ‘তুমি আমার বউ’ নাটকটিও বেশ প্রশংসা কুড়িয়েছে। বেশ বিরতির পর কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানের ভিডিওতে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। পেয়েছেন ভক্ত-দর্শকের প্রশংসা। ভক্তদের সঙ্গেও যোগাযোগ রাখছেন নিয়মিত। ফেসবুকে গ্রুপ, লাইভে এসে, কিংবা আপডেট দিয়ে রাখেন তাদের সঙ্গে সম্পর্কের সেতু। কেয়া পায়েলের কথায়, “দিন শেষে তারাই আমাদের সব।”

দেখতে দেখতে কেয়া পায়েলের অভিনয় ক্যারিয়ারের সাত বছর হতে চলছে। অভিনয় জীবনের পথচলা নিয়ে তাঁর ভাষ্য, ‘সাত বছরের ক্যারিয়ার। কখন যে এতগুলো বছর পার হয়ে গেল টেরই পাইনি। দর্শকের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই অভিনয় করছি। কোনো কাজ চ্যালেঞ্জিং মনে হলেও অভিনয় থেকে পিছিয়ে আসিনি। আমি মনে করি, অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে পারলেই প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত শিখছি।’

চলতি বছরের শুরুর দিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষাজীবনের পাঠ চুকালেন কেয়া পায়েল। লেখাপড়ার চাপ আপাতত নেই। যে কারণে বছরের বাকি সময় ভালো কিছু কাজ উপহার দিতে চান দর্শককে। অভিনয়, ব্যবসা, পরিবার আর নিজের ভালো লাগাগুলোকে সুন্দরভাবে ভারসাম্য করে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে চলেছেন তিনি। নিরন্তর নিজের স্বপ্নের পথে…।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।