নগরকান্দায় জাকের পার্টির জনসভা ও র্যালী
 
                                                                    দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টি দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে এক জনসভা ও র্যালীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ের আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকের পার্টির এ জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
ডা. মো. ফজলুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে জনসভায় উপস্থিত ছিলেন- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমেটির সদস্য ফারাহ্ আমীর ফয়সল, ফরিদপুর সাংগঠনিক বিভাগ ২ এর সভাপতি ডা. মো. ফজলুল হক, সালথা উপজেলার জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন (বাচ্চু) সহ জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের
নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও দাওয়াতি মেহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জাকের পার্টির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এ সময় দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
জাকের পার্টির চেয়ারম্যান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘দেশকে ঢেলে সাজাতে হবে। আর বাংলাদেশকে যদি সোনার বাংলায় রূপান্তর করতে হয় তাহলে প্রতিটি মানুষকে আগে সোনার মানুষে রূপান্তর করতে হবে। কেননা সৎ, জ্ঞানীগুনী মানুষ ছাড়া এদেশের মঙ্গল কামনা সম্ভব না কখনো।জাকের পার্টি বিগত ৩৬ বছর ধরে বিশ্বওলি আদর্শে আদর্শিত হয়ে, সেই পথের পথিক হয়ে জাকের পার্টির প্রতিটি সদস্য আজ সোনার মানুষ হিসেবে গড়ে উঠেছে। জাকের পার্টির নেতাকর্মীগণ ক্ষমতার লোভ নেই , চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, লুট হত্যার সাথে জড়িত নেই।
তিনি বলেন, ক্ষমতা আমাদের কাছে বড় না,দেশ আমাদের কাছে বড়। এজন্য আমাদের ষড়যন্ত্রের পথে যেতে হয় না। জাকের পার্টি একটি আদর্শের নাম, জাকের পার্টি ঐক্যর নাম, জাকের পার্টি জেহাদের নাম, জাকের পার্টি সংগ্রামের নাম।
জাকের পার্টির ভাইস চেয়ারম্যান এ সময় জাতির উদ্দেশ্য বলেন, জাকের পার্টি প্রতিটি নেতা কর্মী মজলুম,অসহায়, খেটে খাওয়া, গরীব-দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। এদেশের তরুণ প্রজন্মের মেরুদণ্ড কে খুব সু-পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে,এই ধ্বংসের হাত থেকে জাকের পার্টি মাধ্যমে রক্ষা করতে হবে। কোটি-কোটি মানুষ আজ বুঝতে পেরেছে জাকের পার্টি উদ্দেশ্যে ও লক্ষ্যের সম্পর্কে। বাংলাদেশে গত ৫৪ বছরে নির্বাচন নামে যে ছলনা, প্রহসন, কেন্দ্র দখল, ক্ষমতা ও পেশিশক্তি প্রয়োগ করা, কালো টাকার ছড়াছড়ি যে রাজনৈতিক ধারা চালু রয়েছে তা যদি সংস্কার করা না হয় তাহলে ২৫ শে আগস্ট এর আগে এবং পরে একই চিত্র অর্থাৎ একই মুদ্রার এপিঠ ওপিঠ। নির্বাচন হবে উৎসবমুখর। জনগণ তার পছন্দের প্রার্থীকে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে।
তিনি বলেন, যদি নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রবেশ নষ্ট করা হয় তাহলে জাকের পার্টি ৩০০ আসন থেকে এককভাবে নির্বাচন প্রত্যাহার করবে।
জনসভা শেষে তালমার মোড়ে জাকের পার্টি মূল দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ শান্তিপূর্ণ র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষ করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
 
                 
                
 
                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                    
আপনার মতামত লিখুন
Array