ফরিদপুরের এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট : পুলিশের সতর্কবার্তা
ফরিদপুরে নবনিযুক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম -এর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা শনাক্ত হয়েছে। “SP Nojrul Islam” নামের ওই অ্যাকাউন্টে পুলিশ সুপারের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের সংবেদনশীল তথ্য চাওয়া ও প্রতারণার আশঙ্কা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত অ্যাকাউন্টটির সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের কোনো ধরনের আনুষ্ঠানিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণরূপে প্রতারকদের তৈরি ও পরিচালিত একটি জাল অ্যাকাউন্ট।
জনসচেতনতার জন্য জেলা পুলিশের সতর্কবার্তা:
ভূয়া অ্যাকাউন্টটিতে কোনো মন্তব্য, ব্যক্তিগত তথ্য প্রদান বা সংবেদনশীল বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। কেউ যদি ওই ফেসবুক আইডি থেকে অর্থের জন্য অনুরোধ করে, তবে কোনো অবস্থাতেই সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা পুলিশ, ফরিদপুর-এর সব আনুষ্ঠানিক তথ্য কেবলমাত্র যাচাইকৃত ও অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই প্রচার করা হয়। প্রতারণামূলক কার্যকলাপ থেকে নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেউ যদি এই ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ, ফরিদপুর-এর মিডিয়া সেলে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ বলছে, সাইবার প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন
Array