ফরিদপুরের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের একজন নিরহ সাধারণ মানুষও যেন হয়রানি না হয়। কিন্তু হামলাকারী মুজিববাদী সন্ত্রাসীরা যেন ছাড় না পায়। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তারা বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে এসে পৌঁছান। পরে দুপুরে খাওয়া-দাওয়া শেষে মঞ্চে ওঠেন এনসিপি নেতারা।
নাহিদ বলেন, ‘আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করা হবে। আমরা আবারও গোপালগঞ্জে যাবো। যত বাধা আর হামলা হক, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পদযাত্রা চলবেই।’
এনসিপির ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমূখ।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসরেরা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের মুখে দাঁড় করাতে হবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় ফরিদপুর শহরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, এনসিপির ফরিদপুরের সমন্বয়কারী সৈয়দা নিলীমা দোলা ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক প্রমুখ।
ফরিদপুর পদযাত্রায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমূখ।
প্রসঙ্গত, ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে মঞ্চে নেতাকর্মীরা আসতে শুরু করে। খুলনা থেকে সকালে রওনা হয়ে দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়ী বহর নিয়ে ফরিদপুর শহরে প্রবেশ করে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে যান। সেখান থেকে দুপুর ২ টার দিকে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতারা বেলা আড়াইটার দিকে পদযাত্রা সহকারে তারা আলীপুরের মোড়ে ইমামউদ্দিন স্কয়ারে সমাবেশ মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন। পরে আলীপুরে এনসিপির ফরিদপুর জেলা অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ফরিদপুর শহর নিরাপত্তায় ঢাকা ছিল। এনসিপির পদযাত্রায় পুলিশ, র্যাব, কোস্টা গার্ড, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার, কে এম জাফর প্রমুখ।
এ সময় বক্তারা সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। আওয়ামীলীগ সরকার দেশ থেকে চলে গেলেও ষড়যন্ত্রকারীরা এখন ও রয়েছে। তারা দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাইতো সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার কথা বলেন।
এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array