খুঁজুন
রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ, ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত

এন,কে,বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত

faridpur protidin

  ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব মো. মুরাদ হোসেন ও ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় কমিটি বিলুপ্ত করা হইল।
এ বিষয়ে ফরিদপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে একটি কমিটি গঠিন করা হয়। কিন্তু আগের কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।