খুঁজুন
শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে ইলেকট্রিক মিস্ত্রী হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:৫৬ পিএম
ফরিদপুরে ইলেকট্রিক মিস্ত্রী হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
ফরিদপুরে নিরব শেখ (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী হত্যাকান্ডের ঘটনায় সোহাগ কবির (২০) ও মো. আসিফ ফকির (১৯) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
রবিবার (০১ জুন) দুপুরে র‌্যাব-১০ এর প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
এর আগে ২৯ মে ফরিদপুর সদরের বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার হায়দার চোকদারের মেহগুনি বাগান থেকে নিরবের অর্ধপচনশীল মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
এ ঘটনায় নিরব শেখের বাবা ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের বাসিন্দা রেজাউল শেখ বাদি হয়ে গত ৩০ মে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহত নিরব শেখ ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতেন।
এ ঘটনায় এক আসামিকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।
র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে নিহত নিরব শেখ গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওইদিন রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরেরদিন ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ। গত ২৯ মে সন্ধ্যার দিকে সদরের বিল মামুদপুর আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার হায়দার চোকদারের মেহগুনি বাগান এলাকায় অর্ধপচনশীল স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখান থেকে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিরবের পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে নিরব শেখের মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় পরেরদিন ৩০ মে নিরবের বাবা রেজাউল শেখ বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর তদন্তকারী কর্মকর্তা নিরব হত্যায় জড়িত আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। তার ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতয়ালী থানার চর কমলাপুর এলাকা থেকে সোহাগ কবিরকে (২০) ও জেলার আলফাডাঙ্গা থানার উত্তর শিরগ্রাম এলাকা থেকে মো. আসিফ ফকিরকে (১৯) গ্রেপ্তার করে কোতয়ালী থানায় হস্তান্তর করেন। নিহত ও আসামিরা সকলেই একই এলাকা ফরিদপুর সদরের আকাব্বর মোল্লা ডাঙ্গী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আসামি সোহাগ কবিরকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার গ্রেপ্তারকৃত অপর আসামি আসিফ ফকিরকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্বরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ‌
ফরিদপুর জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ‌ জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার ‌ আল আমিন খন্দকার, এন সি পির ১ নং যুগ্ন সমন্বয়ক এস এম জাহিদ।

ম্যারাথনটি ‌ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে ‌শহর প্রদক্ষিণ করে ‌ রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

oppo_0

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র ‌ সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ‌যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু প্রমূখ।

জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর থেকে নিহত ছয় জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, দেশের এই অবস্থায় জরুরী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। একটা নির্বাচিত সরকারের হাতে অন্তবর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বেই দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ‌।

এছাড়া দুপুরে ‌শহরের চকবাজার মসজিদে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত‌ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম
ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. শামসুল আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় তাদের লিফটের নিচে অর্ধগলিত মরদেহ রয়েছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে একটি মোবাইল এবং কিছু কাগজ পেয়েছি। মরদেহটির পরিচয় সনাক্তের কাজ চলছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, মরদেহের বিষয়ে রাত ১২টার দিকে আমার স্টাফরা আমাকে জানালে পুলিশকে জানাই। পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।