খুঁজুন
সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে কেন্দ্রীয় কৃষকদল নেতার সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:০১ পিএম
ফরিদপুরে কেন্দ্রীয় কৃষকদল নেতার সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

ফরিদপুরে কেন্দ্রীয় এক কৃষকদল নেতার বাড়ির প্রবেশপথ আটকিয়ে বেড়া দেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এ সময় তার পরিবারের নারী সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে পিঞ্জিরা বেগমকে (৪০) উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

সোমবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে জমি সংক্রান্ত বিরোধে ও বাড়ির প্রবেশপথে বেড়া দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহদপ্তর সম্পাদক ও ওই এলাকার ইয়াকুব আলির ছেলে অ্যাডভোকেট সুলায়মান হোসাইন। তার পৈত্রিক বাড়ি ও নানা বাড়ি পাশাপাশি অবস্থানে। বর্তমানে নানা বাড়িতে পরিবারের লোকজন বসবাস করেন।

 
সংবাদ সম্মেলনে ব্যানারে উল্লেখ করা হয়-আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট সরকারের সহযোগী পুলিশ এএসআই ইউসুফ হোসেন নূরের সন্ত্রাসী কর্মকাণ্ড, জোরপূর্বক ইয়াতিমদের ভূমি দখল করে বিএনপি নেতার প্রতি মিথ্যা, বানোয়াট অভিযোগ তৈরি করে সমাজে নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন।
 
এ সময় উপস্থিত ছিলেন-তার মা লাইলী বেগম, মামা ফারুক ফকির, নানি সুফিয়া বেগম, খালা পিঞ্জিরা বেগমসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ।
 
অ্যাডভোকেট সুলায়মান হোসাইন জানান, যখন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিলেন তখন প্রতিপক্ষ আলতাফ হোসেন (৭০) সহ কয়েকজন এসে বাঁধা দেন। এ সময় একজন ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। তখন বাঁধা দিতে গেলে তার পরিবারের সকলকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় প্রতিপক্ষের মারধরে খালা পিঞ্জিরা বেগম আহত হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এছাড়া তাকে মাটিতে ফেলে মারধরও করা হয়।
 
এ ঘটনার পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বয়স যখন ৭ বছর এবং বোনের বয়স ৭ মাস তখন আমার বাবা মারা যায়। আমরা দুইভাই বোন এতিম হয়ে পড়লে পাশেই নানা বাড়িতে থাকি। ওই সময়ে আমার বাবার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেয় তার বড়ো ভাই আলতাফ হোসেন। আমরা বড়ো হওয়ার পরে জমি উদ্ধারে কাজ করতে গেলে আলতাফ হোসাইন ও তার ছেলে পুলিশের এএসআই ইউসুফ হোসেন নূর অত্যাচার ও হুমকি-ধামকি দিতে থাকে।
 
তিনি আরও বলেন, সম্প্রতি আমার নানা বাড়ির প্রবেশপথে জোরপূর্বকভাবে বেড়া নির্মাণের জন্য খুঁটি গেড়েছে। আমি এর সঠিক বিচারের দাবি জানাই।
 

জানতে চাইলে এএসআই ইউসুফ হোসেন নূরের পিতা আলতাফ হোসেন সম্পত্তি আত্মসাতের বিষয়ে অস্বীকার করেন। তিনি বলেন, ওর বাবার পারিবারিক ঝামেলার সময় বাড়ির জমি আমার কাছে বিক্রি করে দিয়েছে। বর্তমানে আমার সম্পত্তিতে বেড়া দিয়েছি। কয়েকবার মাপঝোঁপ করেও দেখা হয়েছে।
 
তিনি আরও বলেন, গত ১৭ বছর যাবৎ আমরা বিএনপির নির্যাতিত পরিবার। বিভিন্ন সময় জেলজুলুমের শিকার হয়েছি। এই সুলাইমান আওয়ামী লীগের লোকজনের সাথে মিশে আমাদের পুলিশ দিয়ে ধরিয়েছে।
 
আজ আমার ছেলেকে সন্ত্রাসী ও আওয়ামী লীগের দোসর বলতেছে। আমার ছেলের নামে যাত্রাবাড়ী থানায় মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এই সুলায়মানের মাধ্যমে। তখন আমার ছেলে মাদারীপুরে র‌্যাবে কর্মরত ছিল। আমার ছেলের নামে কেন মিথ্যা মামলা দেয়া হলো, আমিও এর সঠিক বিচার চাই।

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:৫৯ পিএম
ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামী রয়েল মণ্ডলকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে মলিনা বেগম (২৫) নামের ওই গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেন রয়েল মণ্ডল।

মলিনা একই উপজেলার তাম্বুলখানা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। ঘটনার একদিন পর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন তার বাবা।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে চরভদ্রাসনে মানববন্ধন

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:৫২ পিএম
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে চরভদ্রাসনে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (১১আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অংশ নেন চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় তুহিন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, আবদুস সবুর কাজল ও আবুল কালাম প্রমুখ।

অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমুল, মো. লিয়াকত আলী লাভলু, মো. উজ্জল হোসেন, মো. আসলাম হোসেন, আহাম্মেদ আল ইভান ও মো. সাজ্জাদ হোসেন সাজু।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তারা বলেন- দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে যা অত্যান্ত দুঃখজনক। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমে ভয়ভীতি ও ‘মব’ সংস্কৃতি দ্রুত বন্ধ করা প্রয়োজন।গণঅভ্যুত্থ্যানের পর দেশের মানুষ যে অবাধ নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেন বক্তারা।

উল্ল্যেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

ফরিদপুরে কাঁচা রাস্তায় ৬ গ্রামের মানুষের দুর্ভোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:১১ পিএম
ফরিদপুরে কাঁচা রাস্তায় ৬ গ্রামের মানুষের দুর্ভোগ

দেখে বোঝার উপায় নেই, এই রাস্তা দিয়ে চলাচল করেন ৬ গ্রামের মানুষ। দেখে মনে হবে ধান চাষাবাদের জন্য কোনো কৃষক তার জমি হালচাষ করে রেখেছেন। আসলে এটা হালচাষের কোনো জমি নয়। এটা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামের একটি রাস্তা। এ রাস্তা দিয়ে টিটা, টিটা পানাইল, ইকড়াইল, শিকারপুর, মালা ও বড়ভাগসহ অনেক গামের কৃষকরা তাদের ফসলা আনা-নেওয়া করে গ্রামীণ এই রাস্তা দিয়ে। এ সমস্য দীর্ঘদিনের।

বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তায় কিছু অংশ ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণ করলেও অবশিষ্ট ৫০০ মিটার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কয়েক বছরে পাকা হয়নি এ গুরুত্বপূর্ণ সড়কটি। এ জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রায় ১৩ বছর আগের ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তাটি হলেও এখনও পাকাকরণ হয়নি। বৃষ্টির মৌসুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টিটা চরাঞ্চলের একমাত্র যাতায়াতের সড়ক এটি। এই সড়ক দিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে স্কুল-কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ।

আশপাশের অনন্ত ৬ গ্রামের কয়েক হাজার কৃষক এই সড়ক দিয়ে তাদের ফসল আনা-নেওয়া করে। এখন চলছে পাট কাটার মৌসুম। সড়ক বেহাল হওয়ার জন্য অনেক কৃষক ক্ষেত থেকে পাট কাটতে পারছে না। সামান্য বৃষ্টি হলে কাদাপানিতে রাস্তা একাকার হয়ে যায়। পানিবন্ধতায় কোথাও কোথাও রাস্তা তলিয়ে কাদায় ভাগাড়ে পরিণত হয়।

টিটা গ্রামের গৃহিনী সেলিনা বেগম জানান, কয়েক দিন রান্না করার গ্যাস ফুরিয়ে গেছে, চাল ও প্রায় শেষের দিকে। এ রাস্তা দিয়ে কোনো ভ্যান চলাচল করতে পারে না। এমনকি পায়ে হেঁটে মানুষ যাতায়াত করতে পারে না। এ জন্য গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে পারছি না। নানাবিধ সমস্যা হচ্ছে।

স্থানীয় টিটা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ হাইস্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রাব্বানী মিয়া জানান, এ বছর বৃষ্টি শুরুতে কাঁচা সড়কটিতে ছোট-বড় গর্ত আর খানাখন্দ হওয়ার পর স্কুলে যেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছি। এরপর আর এ সড়ক দিয়ে স্কুলে যাওয়ার সাহস পাচ্ছি না। এদিকে আমার পাইভেট পড়া বন্ধ রয়েছে। রাব্বানীর মত এমন অনেক ভূক্তভোগী শিক্ষার্থী রয়েছে এ সড়ক দিয়ে যাতায়াত করতে ভয় করে।

টিটা গ্রামের কৃষক নাছির মিয়ার প্রায় তিন একর জমিতে রয়েছে পাট। তার ভাষ্য পাট কাটার উপযোগী হয়ে পড়েছে তবে রাস্তার সমস্যার জন্য পাট কাটতে ভয় পাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আবু সাইদে পটু মিয়া বলেন, টিটা ভাসমান সেতু পাড় থেকে টিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটি ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে। অবশিষ্ট যে অংশ এখনও কাঁচা রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। তারা ইট বিছিয়ে রাস্তা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

টগরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান একই কথা বলেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগত হোসেন সৈকত বলেন, বৃষ্টি মৌসুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির মৌসুম শেষ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরেজমিন গিয়ে দেখে রাস্তাটি সংস্কার করে পাকাকরণের ব্যবস্থা করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানিয়েছেন সরেজমিন গিয়ে সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে রাস্তাটি সংস্কার করা হবে।