ফরিদপুরে দোতলা ভবন ধস, কয়েক কোটি টাকার ক্ষতি
ফরিদপুর শহরের নিলটুলি স্বর্ণকারপট্টি এলাকায় বহুতল ভবনের পাইলিং কাজের সময় পাশের একটি দোতলা ভবনের একাংশ ধসে পড়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনার সময় ভবনে থাকা আরএফএল কোম্পানির বেস্টবাই শোরুমের কর্মীরা প্রাণে রক্ষা পান, তবে শোরুমের বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়।
বেস্ট বাইয়ের কর্মীরা জানান, তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান। ফাটল ধীরে ধীরে বড় হতে থাকলে ক্যাশ কাউন্টারের টেবিলটা সরিয়ে ফেলেন, এর মধ্যেই ধসে পড়ে ভবনের একপাশ।
ক্ষতিগ্রস্ত ভবন মালিকের অভিযোগ, তার ভবনের পাশেই একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। ভবন থেকে তিন ফিট দূরত্বে ভবন করার নিয়ম থাকলেও সেটি না মেনেই বহুতল ভবন নির্মাণ করছিলেন সঞ্জয় কর্মকারসহ তিন ব্যক্তি। নিরাপত্তা ব্যবস্থার জন্য নির্মাণাধীন ভবন মালিককে বলা হলেও কর্ণপাত না করে নিয়ম বহির্ভূতভাবে কাজ করে যাচ্ছিলেন। নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা প্যারাসাইলিং ব্যবস্থা না রেখেই পাইলিংয়ের (নিচের অংশ) কাজ চালিয়ে যাচ্ছিল নির্মাণ শ্রমিকেরা। হঠাৎ করেই ফাটল দেখা দিয়ে ভবনটির একাংশ ধ্বসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে দৌড়ে সরে পড়েন নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবন সংলগ্ন আরেকটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল।
নির্মাণাধীন এই ভবনের মালিক স্থানীয় সঞ্জয় কর্মকার, অজয় কর্মকার ও সেলিম নামে আরেক ব্যক্তি। পাইলিংয়ের কাজ করার সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা প্যারাসাইলিং ব্যবস্থা ছিল না। এই অবস্থায় পাইলিংয়ের (নিচের অংশ) কাজ চালিয়ে যাচ্ছিল নির্মাণ শ্রমিকেরা। হঠাৎ করেই ফাটল দেখা দিয়ে ভবনটির একাংশ ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে দৌড়ে সরে পড়েন নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা।
ধসে পড়া ভবন ও বেস্টবাই ফ্রাঞ্চাইজের মালিক মনিরা খাতুনের দাবি এ ঘটনায় তার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘বার বার নির্মাণাধীন ভবন মালিকদের সতর্ক করা হয়েছে এবং নিয়ম মেনে কাজ করতে বলেছি। কিন্তু তারা রাতের আধারে আমার ভবনের নিচের মাটি সরিয়ে ফেলেছে, যার কারণে আজকের এই দুর্ঘটনা।’
তিনি বলেন, ‘পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফিট দূরত্ব রেখে কাজ করার কথা থাকলে নিয়মনীতির তোয়াক্কা না করেই কাজ চালিয়ে আসছিলেন। শুক্রবার সকালে উল্টা আমার কর্মচারীদের হুমকি-ধমকিও দেয়া হয়।’
ঘটনাস্থলে ছুটে আসা শহরের বাসিন্দা মোজাফফর আলী মুসা পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘ভবন নির্মাণ করতে হলে পৌরসভার অনুমোদনের প্রয়োজন হয় এবং তা সঠিকভাবে তদারকির দায়িত্ব তাদের। যদি সঠিকভাবে তদারকি হতো তাহলে এমন দুর্ঘটনা নাও ঘটতে পারতো।’
এ বিষয়ে অভিযুক্ত ভবন মালিক সঞ্জয় কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনাস্থলে আসা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মাসুদ আলম জানান, খবর পেয়ে তারা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছেন, জানা মতে এখানো কোনো অভিযোগ পায়নি পুলিশ, অভিযোগ পেলে সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই, খোঁজ নিয়ে বিষয়টি জানানো হবে।

আপনার মতামত লিখুন
Array