খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নিহত-৫, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:২৬ পিএম
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নিহত-৫, আহত ৩০
ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আশংকাজনকভাবে হাসপাতালে অনেক যাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(০৮ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স(নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত। এর মধ্যে ৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত অন্তত ৩০ জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি।