ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিল জনতা, যান চলাচল স্বাভাবিক
 
                                                                    প্রশাসনের আশ্বাসে চার ঘণ্টা পর তিন দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। যার ফলে দুপুর সোয়া বারোটা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা। অবরোধকারীর গাছের গুঁড়ি ফেলে ও সড়কের টায়ার জ্বালিয়ে অন্তত পাঁচটি স্থানে অবরোধ করে। অবরোধের কারণে ওই দুটি মহাসড়কে সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়।
এতে দক্ষিণঅঞ্চলের অন্তত ১৬টি জেলার যানবাহন আটকা পড়ে।
আন্দোলনকারীরা জানায়, দুপুর বারোটার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত পোষণ করেন। বিষয়টি ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। একপর্যায়ে ইউএনও ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনকারীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান। পরে ইউএনও’র আশ্বাসের প্রেক্ষিতে দুপুর সোয়া বারোটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারিরা। তবে আগামী মঙ্গলবারের মধ্যে দাবি পুরন না হলে পুনরায় কর্মসূচি দেয়া হবে বলে জানায় তারা।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গাবাসীর দাবির প্রতি তিনি সহানুভূতিশীল। ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিষয়টি তিনি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
 
                 
                
 
                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                                    
আপনার মতামত লিখুন
Array