ফরিদপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে তাসলিমা (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের রোগীকে দেওয়ার জন্য প্রতিষেধক অ্যান্টিভেনম থাকলেও সেখানে পর্যাপ্ত সাপোটিং সরঞ্জাদি না থাকায় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত তাসলিমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ওই গ্রামের আনসার শেখের স্ত্রী।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী তাসলিমা বেগম মুরগির ঘরে (খোপ) মুরগি উঠেছে কি-না দেখতে গেলে খোপের ভিতরে থাকা বিষধর সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক ওই গৃহবধুকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে রোগীকে পরীক্ষা শেষে উপস্থিত চিকিৎসকরা জানতে পারেন তাকে বিষধর সাপে কামড়িয়েছে। রোগিকে অ্যান্টিভেনম দেওয়ার আগে তার স্বজনদের জানানো হয় প্রয়োজনে অক্সিজেন লাগতে পারে, তবে হাসপাতালে সেই ব্যবস্থা নেই। এ কথা শুনে রোগির স্বজনরা তাকে নিয়ে ফরিদপুর মেডিকেলে রওনা দেন। সেখানে নেওয়ার পথে ওই গৃহবধু মারা যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর সাপে কাটা একটি রোগীকে নিয়ে আসছিলেন তার স্বজনরা। আমি নিজেই সেখানে উপস্থিত থেকে পরীক্ষা-নিরীক্ষার পর যখন বুঝতে পারি, রোগীকে বিষধর সাপে কামড়িয়েছে। তখন রোগীকে অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়ার আগে তাদের জানানো হয় অক্সিজেন লাগতে পারে, তবে সব সময় লাগে না। আমাদের এখানে সে ব্যবস্থা নেই। তারপরও ভ্যাকসিন দিবো, এই সমই রোগীর লোকজন ভ্যাকসিন না দিয়ে ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। পরে শুনেছি তিনি মারা গেছেন।
আপনার মতামত লিখুন
Array