ভারি বৃষ্টিতে ডুবছে পাটক্ষেত, ফরিদপুরে দুশ্চিন্তায় কৃষকরা

ফরিদপুরে ভারি বৃষ্টিতে ডুবছে পাটক্ষেত। এ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছে কৃষকরা। পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। এক সময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস ছিল এই ‘সোনালি আঁশ’। এখনো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাটশিল্প।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি মৌসুমে উপজেলাজুড়ে ১৬ হাজার ১০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে বলে জানা গেছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্ষা মৌসুমের অতিবৃষ্টিতে পাটক্ষেতে অস্বাভাবিক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। জমিতে পানি জমে থাকলে পাটগাছ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়তে পারে জাতীয় পর্যায়ের পাট উৎপাদন ও বাজার ব্যবস্থায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে পাটক্ষেতে পানি জমে আছে। বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাক জানান, ‘হঠাৎ অতিবৃষ্টিতে জমিতে হাঁটু পানি জমে গেছে। যদি এভাবে পানি জমে থাকে, তাহলে গাছ পচে যাবে।’
বাজিতপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, ‘টানা বৃষ্টির কারণে পাটের আগা মারা যাচ্ছে, ‘এজন্য ফলন আশানুরূপ হচ্ছে না।’
চতুল গ্রামের আরেক কৃষক ওমর আলী শেখ বলেন, ‘প্রতিবছর পাট চাষ করে কিছু লাভ হয়। এই বছরও আশা করেছিলাম ভালো ফলন পাব। কিন্তু বৃষ্টির পানি জমে গাছগুলোর গোড়া পচে যাচ্ছে। ফলে পাটের বৃদ্ধি ভালো হচ্ছে না।’
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান জানান, ‘অতিবৃষ্টির কারণে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা পাটের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করছে।’
তিনি বলেন, ‘কৃষকদের নালা কেটে দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তী মৌসুমে তাদের সহায়তা দেয়া যায়।’
তিনি আরো বলেন, ‘ফরিদপুর অঞ্চলের পাট উৎপাদন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। যদি এখানকার উৎপাদন ব্যাহত হয়, তাহলে দেশে মোট পাট উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে। এতে বাজারে পাটের দামও প্রভাবিত হতে পারে।’
বিশেষজ্ঞরা মনে করেন, ‘সোনালি আঁশের ঐতিহ্যকে ধরে রাখতে হলে কৃষকবান্ধব উদ্যোগ ও ত্বরিত পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি। বোয়ালমারীর মতো গুরুত্বপূর্ণ পাট উৎপাদক এলাকায় সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান না হলে জাতীয় অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন
Array