বোয়ালমারীতে আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা চাওয়ায় হামলা
ফরিদপুরের বোয়ালমারীতে আদম ব্যবসায়ীর দ্বারা প্রতারণার শিকার হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। পাওনা টাকা দাবি করায় হামলা ও মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভুক্তভোগী আজগর শেখ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আজগর শেখ। লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ইনুচ শেখের ছেলে আজগর শেখ (৩৫) এবং বাদশা শেখের ছেলে শাহিন শেখ (২৮) সম্পর্কে চাচাতো ভাই। শাহিন শেখ সৌদি প্রবাসী থাকাকালীন আজগর শেখকে সৌদি নিয়ে যান। সেখানে থাকাকালীন আজগর শেখের আকামা (সৌদি আরবে কাজের অনুমতি পত্র) শেষ হয়ে গেলে শাহিন শেখ আকামা বাড়িয়ে দেয়ার কথা বলে আজগর শেখের নিকট থেকে তিন লাখ টাকা নেন। কিন্তু শাহিন শেখ আকামা বাড়িয়ে দেননি।
এছাড়া সৌদি গিয়ে শাহিন শেখের অধীনে কাজ করার কারণে বেতন বাবদ আজগর শেখের এক লাখ টাকাও দেননি। আকামা বা কাজের অনুমতির মেয়াদ না বাড়ায় আজগর শেখ দেশে চলে আসেন। এর কিছুদিন পর শাহিন শেখও দেশে ফিরে আসেন। এরপর শাহিন শেখের নিকট ওই চার লাখ টাকা দাবি করেন আজগর শেখ। কিন্তু শাহিন শেখ ওই টাকা দিতে বারবার গড়িমসি করে। গত ৭ অক্টোবর সন্ধ্যায় আজগর শেখ ওই টাকা শাহিন শেখের নিকট চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে শাহিন শেখ, তার তিন ভাই ইশারত শেখ, সাজ্জাত শেখ, মুশা শেখ ও তাদের বাবা বাদশা শেখ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আজগর শেখ, তার বাবা ইনুচ শেখ, ভাই মো. আলহাজ, স্ত্রী মোছাঃ মুনজিলাকে পিটিয়ে জখম করে। এ সময় মুনজিলার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে তারা চলে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আজগর শেখ।
পরে আজগর শেখের বাবা আহত ইনুচ শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আজগর শেখ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রতিপক্ষ শাহিন শেখ, তার তিন ভাই ইশারত শেখ, সাজ্জাত শেখ, মুশা শেখ ও তাদের বাবা বাদশা শেখের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে শাহিন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, শাহিন শেখ গ্রামের যে কয়েকজনকে সৌদি নিয়েছে প্রত্যেকের সাথেই প্রতারণা করেছেন। তিনি একজন প্রতারক। আমার দুলাভাইয়েরও আকামা বাড়ানোর কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

আপনার মতামত লিখুন
Array