মধুখালীতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার ব্রাহ্মণকান্দা ও মাঝকান্দী বাজারের বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করেন তারা।
প্রচারণায় নেতৃত্ব দেন- মধুখালী উপজেলা বিএনপির সদস্য ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান তারা মেম্বার।
তার সঙ্গে ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রদলের সহ- সভাপতি মহব্বত হায়াত মিয়া, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক টারজান মিয়া, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক করিম মাষ্টার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বায়ক আজিম, ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি লিটন তালুকদারসহ আরো অনেকে।
গণসংযোগ চলাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভোটারদের কাছে দোয়া চান। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের হাতে লিফলেট বিতরণ করেন।

আপনার মতামত লিখুন
Array