খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

যে পাঁচটি শাক-সবজিতে দূরে থাকে ফ্যাটি লিভার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ পিএম
যে পাঁচটি শাক-সবজিতে দূরে থাকে ফ্যাটি লিভার

বর্তমানে ফ্যাটি লিভার একটি কমন সমস্যা। অনেকটা নীরবেই লিভারকে অকেজো করে দেয় এই অসুখ।

অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে অনেকেই ফ্যাটি লিভারে আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে দ্রুত প্রতিরোধ করা সম্ভব।

 

স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট সবজির মিশ্রণ লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে। শাক-সবজিতে গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিনের মাধ্যমে লিভারকে রক্ষা করে। এখানে ৫টি শাক ও সবজির কথা বলা হলো, যা কার্যকরভাবে ফ্যাটি লিভার রোগ দূরে রাখতে কাজ করে। দয়া করে মনে রাখবেন যে এগুলো সঠিক খাদ্য, কম চিনি, কম তেল এবং ব্যায়াম বজায় রাখার পাশাপাশি খেতে হবে।

পালং শাক

পালং শাকে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং সি। যা লিভারের কোষকে ক্ষতি এবং প্রদাহ থেকে রক্ষা করে। পালং শাকের ফাইবার উপাদান শরীরকে কম চর্বি শোষণ করতে সাহায্য করে, একইসঙ্গে হজমশক্তি উন্নত করে। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, প্রতিদিন পালং শাক খাওয়ার ফলে লিভারের চর্বি জমা কম হয় এবং লিভারের এনজাইম উন্নত হয়। পালং শাকের উদ্ভিদ যৌগ মানুষের রক্তে শর্করার মাত্রা আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে যা লিভারের চর্বি সঞ্চয় হ্রাস করে।

ব্রকলি

ব্রকলিতে থাকা উপস্থিত গ্লুকোসিনোলেট লিভারকে ডিটক্সিফাই করতে এবং চর্বির পরিমাণ কমাতে সাহায্য করে। এগুলো ক্রুসিফেরাস সবজিতে পাওয়া প্রাকৃতিক যৌগ। ব্রকলি খেলে তা অক্সিডেটিভ স্ট্রেস এবং লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে, যা ফ্যাটি লিভার রোগের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কারণ। গবেষণায় দেখা গেছে যে, যারা ঘন ঘন ব্রকলি খান তাদের ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কম থাকে যা হজমশক্তি এবং লিভারের স্বাস্থ্যের উন্নতি করে। লিভারের প্রাকৃতিক ডিটক্সিফাইং প্রক্রিয়া ব্রকলি খাওয়ার ফলে উপকৃত হয় যার ফলে লিভারের কার্যকারিতা উন্নত হয়। ব্রকলি খাওয়ার ফলে সুষম অন্ত্রের পরিবেশ তৈরি হয় যা শরীরের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

গাজর

শরীর গাজর থেকে বিটা-ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে, যা লিভারের টিস্যু মেরামত করতে সাহায্য করে এবং রোগের অগ্রগতি ধীর করে দেয়। গাজরে থাকা ফাইবার রক্তে শর্করা এবং চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ফ্যাটি লিভার রোগের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত গাজর খাওয়ার ফলে লিভারের কার্যকারিতা উন্নত হয় এবং লিভারের চর্বি জমা কম হয়। গাজরে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে।

কেল

সবুজ পাতাযুক্ত সবজি কেল-এ উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ম্যাগনেসিয়াম খনিজ থাকে, যা লিভারের স্বাস্থ্য উন্নত করতে একসঙ্গে কাজ করে। কেল-এ পাওয়া পুষ্টি উপাদান ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং লিভারের চর্বি সঞ্চয় হ্রাস করতে সাহায্য করে, যা ফ্যাটি লিভার রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। কেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রদাহ সৃষ্টি করে এমন ফ্রি র‍্যাডিকেল অপসারণ করে। গবেষণায় দেখা গেছে যে, এই শাক বেশি খেলে লিভারের এনজাইম পরীক্ষার ফলাফল ভালো হয় এবং লিভারের চর্বি কমে, যা ফ্যাটি লিভার রোগ কমাতে সাহায্য করে। কেলে পাওয়া নাইট্রেটরক্ত ​​প্রবাহ উন্নত করে এবং একই সঙ্গে লিভারের ফোলাভাব কমায়।

ব্রাসেলস স্প্রাউট

ছোট ক্রুসিফেরাস সবজি ব্রাসেলস স্প্রাউটে উচ্চ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে। যা লিভারকে তার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। ব্রাসেলস স্প্রাউটে থাকা প্রাকৃতিক যৌগ ইন্ডোল লিভারকে প্রদাহ থেকে রক্ষা করে এবং চর্বি জমা বন্ধ করে। ব্রাসেলস স্প্রাউট খাওয়ার ফলে লিভারের চর্বি জমা কম হয় এবং সেইসঙ্গে লিভারের ক্ষতি কমায়।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।