খুঁজুন
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২

সদরপুরে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে দিনমজুর পরিবার

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:৪৩ পিএম
সদরপুরে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে দিনমজুর পরিবার

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। ঘর হারিয়ে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে।

শুক্রবার (২৭ জুন) সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মান্নান সর্দার সদর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের ৭ নম্বার ওয়ার্ডের মৃত নালু সর্দারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী রকি খাঁন বলেন, বাড়িতে আগুন দেখে আমরা ছুটে আসি। তবে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। আগুনের তাপের কারণে আমরা কাছে যেতে পারেনি। এতে পরিবারটির ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিলো পুড়ে ছাই হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের তাপের জন্য ঘর থেকেই কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা-কলম, টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রম্ত মান্নান সর্দার বলেন, ঘরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরনের লুঙ্গি ছাড়া সবকিছু পুড়ে গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

মান্নান সর্দারের স্ত্রী রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন দেখে বাড়িতে ছুটে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো আমাগো আর কোন জায়গা নেই। আমরা খুব গরিব-অসহায়। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রব মোল্লা বলেন, মান্নানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । এতে তিনি পথে বসে গেছেন । বর্তমানে তাঁর ঘরে একমুঠো চাল পর্যন্ত নেই । নেই কোন আসবাবপত্র । জীবন যাপনের জন্য তাঁর সাহায্যের প্রয়োজন।

সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পারলাম, রবিবারে আমাদের দপ্তর থেকে তাকে পুনর্বাসনের চেষ্টা করবো।

নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শওকত আলী শরীফ, নগরকান্দা:
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৩৩ পিএম
নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে  ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় নগরকান্দা  উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে  লটারির মাধ্যমে  উপজেলার ৯ টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয় ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের  সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে  ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।  এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা,  ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন  বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে  উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।  আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল  সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফজল হোসেন বলেন- নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অপহ্নত ব্যক্তিকে উদ্ধার, অপহরণকারী আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:১২ পিএম
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অপহ্নত ব্যক্তিকে উদ্ধার, অপহরণকারী আটক
ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের শিকার শেখ জামাল উদ্দিন (৩৬) নামে এক এজেন্সী (বিদেশগামী অফিস) কর্মচারীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক দল। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপহরণকারী সাবেক প্রবাসী শফিকুল ইসলাম মাতুব্বরকে (৩৫) আটক করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে।
সোমবার (৩০ জুন) ভোররাতে যৌথবাহিনীর টহল দল জেলার ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি এলাকার একটি পরিত্যক্ত খড়ের ঘরে অভিযান চালিয়ে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অপহরণকারী শফিকুল ইসলাম মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের মনতাজ মাতুব্বরের ছেলে এবং অপহৃত শেখ জামাল শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার বাগকুচি গ্রামের বাসিন্দা। তারা দুইজনই এক সময় বিদেশে থাকতেন। বিদেশ থেকে ফিরে শেখ জামাল ঢাকার একটি বিদেশ যাওয়া এজেন্সীতে চাকরি শুরু করেন।
সেনা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে শেখ জামাল নামে একজনকে অপহরণ করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণের শিকার শেখ জামালকে মারধর করা হচ্ছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এমন একটি বিষয় নিয়ে ফরিদপুর আর্মি ক্যাম্পে অপহ্নতের স্ত্রী নাসিমা আক্তার (৩২) অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই সোমবার সকালে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম্প ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি এলাকায় একটি পরিত্যক্ত খড়ের ঘর থেকে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, শেখ জামাল বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলামের কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ না করে ঢাকায় আত্মগোপনে চলে যান। প্রতারিত হয়ে শফিকুল ইসলাম আরো কয়েকজনকে সাথে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন এবং ঢাকার পল্টন এলাকা থেকে জামালকে অপহরণ করে ভাঙ্গার আলগী এলাকায় আটকিয়ে রেখে শেখ জামালের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে শেখ জামালের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জামালকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে অপহরণকারী শফিকুল ইসলামকেও আটক করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় শেখ জামাল বাদি হয়ে শফিকুলের নামে মামলা করেছেন। আটককৃত আসামীকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) ইন্দুজিৎ মল্লিক জানান, অপহরণকারী শফিকুল ও অপহরণের শিকার জামালউদ্দিনের মধ্যে বিদেশ যাওয়ার টাকা নিয়ে ঝামেলা চলছিল। এক পর্যায়ে বিদেশ যাওয়া টাকা নিয়ে জামালকে অপহরণ করে আটকিয়ে রেখে মুক্তিপন দাবি করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সেনা ক্যাম্প জানিয়েছেন, এলাকায় অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের সকলকে অনুরোধ করেছেন।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:০৮ পিএম
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২০২৫ সালে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থীদের ব্যানারে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে এই প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থী  রাজিব হোসেন রাজিব , শফিকুল ইসলাম, শিল্পী খাতুন, সোহেল রানা, নুরে জান্নাত সারাসহ ভুক্তভোগী চাকুরী প্রত্যাশীরা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, ‌’ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদে  নিয়োগে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে সুষ্ঠুভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরিতে যোগদান প্রদানে বাধা প্রদান করায় আমরা মর্মাহত এবং এর প্রতিবাদে আমরা সিভিল সার্জন অফিসের সামনে আজ অবস্থান কর্মসূচি পালন করছি। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের  নিয়োগপত্র প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী দেয়ার জন্য ফরিদপুর সিভিল সার্জনের নিকট আমরা দাবি জানাচ্ছি।’