সদরপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ফরিদপুরের সদরপুর উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ উজ্জল ফকির (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে উজ্জলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। উজ্জল একই এলাকার মৃত আফছার ফকিরের ছেলে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে যাত্রাবাড়ী গ্রামে উজ্জ্বল ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে তল্লাশি তার কোমরে একটি নীল জিপারের ভেতর থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও উজ্জল ফকিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার আসামি উজ্জল ফকিরকে সোমবার সন্ধায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।

আপনার মতামত লিখুন
Array