সালথায় ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় ফরিদপুর-২ আসনে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়ার একটি মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী।
বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দলমত নির্বিশেষে আমরা সবাই হক প্রতিষ্ঠার পথে কাজ করতে চাই। এতদিন সুযোগ হয়নি, এবার সুযোগ এসেছে—এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।”
তিনি আরও বলেন, “সুযোগের সদ্ব্যবহার করে সমাজ থেকে অন্যায়-অত্যাচার, দুর্নীতি, ঘুষ, সুদ ও চাঁদাবাজি নির্মূল করে ন্যায়নীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ফরিদপুর-২ আসনের ইসলামী ও সমমনা আট দলীয় লিঁয়াজো কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. এজাজুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
প্রার্থীরা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন
Array