সালথায় কৃষকের ওপর হামলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৪ পিএম

ফরিদপুরের সালথায় নজরুল মাতুব্বর (৪০) নামের এক কৃষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত নজরুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষক ওই গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে নজরুল মাতুব্বর পেঁয়াজের ক্ষেত দেখতে ও কাজ করতে যায়। এসময় প্রতিপক্ষের আনিস মাতুব্বর, শামীম মাতুব্বর, রুবাইয়েত মাতুব্বর, তুহিন মাতুব্বর দেশীয় অস্ত্র নিয়ে নজরুল মাতুব্বরের মাথায় ও পায়ে হামলা করে। এসময় তাকে হাতুড়িপেটানোও করা হয় বলে দাবি নজরুলের পরিবারের। পরে ওই কৃষককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন সালথার আটঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনিস মাতুব্বর। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষের একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে আমি যুক্ত নই। কে বা কারা এঘটনা ঘটায়ছে তাও আমার জানা নেই। তবে, গ্রামের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেই আমরা। তাই আমাদের দোষারোপ করা হচ্ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন
Array