সালথায় ঘরের দরজার তালা ভেঙে স্বর্ণালংকার-জমির দলিল চুরি
ফরিদপুরের সালথায় ঘরের দরজার তালা ভেঙে ১ ভরি স্বর্ণালংকার ও জমির দুইটি দলিল চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে সোমবার (০১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।
এর আগে রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান বলেন, আমরা পরিবারের সকলেই ঢাকাতে বসবাস করি। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমরা বাড়িতে ছিলাম না। ভোর রাতে আমার দেবর আমাদের ফোন করে জানান যে, আমার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি আমার আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুটি জমির দলিল চুরি করা হয়েছে।
শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমরা রাতের খাবার খেয়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে ঘুম ভাঙলে ঘরের বাহিরে বের হতে চাইলে বাহির দিয়ে আমার ঘরে তালা মারা থাকায় আমরা ডাক চিৎকার শুরু করলে পাশের বাসা থেকে লোকজন এসে আমাদের ঘরের তালা খুলে দেয়। পরে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের তালা ভাঙা। ভাইয়ের ঘরে তালা ভাঙা দেখতে পেয়ে আমরা ভাইকে ফোন করে জানাই এবং পুলিশকে বিষয়টা অবগত করি।
এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় তাঁরা কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
Array