খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

মেলায় নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুই বই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১২ এএম
মেলায় নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুই বই

নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘নূরজাহান’ উপন্যাসের জনপ্রিয়তা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছিল সব শ্রেণির পাঠকের কাছে। আজও কিশোর থেকে বৃদ্ধ সবার কাছে তার লেখা সমান জনপ্রিয়।

 

এবারের অমর একুশে বইমেলায় ইমদাদুল হক মিলনের দুটি বই এসেছে। এর মধ্যে একটির নাম ‘পরাধীনতা’। অপর বইটির নাম ‘রহস্যময় জঙ্গলবাড়ি’।

১৯৭৯ সালের কথা। সেই সময়কার পশ্চিম জার্মানিতে জীবন বদলের আশায় চলে গিয়েছিলেন লেখক ইমদাদুল হক মিলন। দুই বছর শ্রমিকের জীবন যাপন করে ফিরে এসে লিখেছিলেন ‘পরাধীনতা’। এই উপন্যাস পড়ে চমকে উঠেছিলেন দেশের বিখ্যাত লেখক, কবি, বুদ্ধিজীবীরা।

তৃতীয় বিশ্বের দরিদ্র অসহায় মানুষের এক নির্মম জীবনচিত্র এই উপন্যাস। ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত বইটির এবার তৃতীয় সংস্করণ এনেছে অন্যপ্রকাশ। বিখ্যাত এই বই পাঠক এবারও আগ্রহ নিয়ে পড়ছেন।

‘পরাধীনতা’র প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির বাজারমূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা। বইমেলায় অন্য প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

এছাড়া অনন্যা এবার প্রকাশ করেছে ইমদাদুল হক মিলনের কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’।

রহস্যে ঘেরা বিশাল এক জঙ্গলবাড়ির ভুতুড়ে গল্প নিয়ে এগিয়েছে উপন্যাসটি। পড়তে পড়তে অনেক সময়ই পাঠককে ভাবনায় পড়তে হয়, এটি বাস্তব, স্বপ্ন নাকি অন্য ভূবনের গল্প?

এই বইটিরও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলায় অনন্যা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মায়ের নাম আনোয়ারা বেগম। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক।

ইমদাদুল হক মিলন গল্প, উপন্যাস, নাটক এই তিন শাখাতেই তুমুল জনপ্রিয়। কিশোর বাংলা পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ সালে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ছোটগল্প লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। ঔপন্যাসিক হিসেবে পেয়েছেন কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা। ‘নূরজাহান’, ‘পরাধীনতা’, ‘বাঁকাজল’, ‘ভূমিকা’, ‘নদী উপাখ্যান’, ‘কালোঘোড়া’, ‘ভূমিপুত্র’, ‘রূপনগর’, ‘কালাকাল’, ‘টোপ’, ‘এক দেশে’, ‘বনমানুষ’, ‘যাবজ্জীবন’, ‘অধিবাস’, ‘নিরন্নের কাল’, ‘পরবাস’, ‘মাটি ও মানুষের উপাখ্যান’ প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার ‘নূরজাহান’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন দেশ-বিদেশে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯২ সালে বাংলা একাডেমি পুরস্কার, তিনবার সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০০৫ সালে জাপানে ‘তাকেশি কায়েকো মেমোরিয়াল এশিয়ান রাইটারস লেকচার’ সিরিজে বাংলা ভাষার একমাত্র লেখক হিসেবে অংশগ্রহণ, ২০১২ সালে ‘নূরজাহান’ উপন্যাসের জন্য পেয়েছেন ভারতের ‘আইআইপিএম সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। ’ ২০১৮ সালে পেয়েছেন কাজী মাহবুবউল্লাহ পুরস্কার এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার। ২০১৯ সালে পেয়েছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক। ’

জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২১ পিএম
জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমির মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে সালথা বাজারে তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সাধারণ জনগণের মাঝে তাদের দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে  লিফলেট বিতরণ করেন।
এ সময় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম , উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, রামকান্তপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সালথা বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে  জামায়াতে ইসলামী ও তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই অটোভ্যান যাত্রীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১৮ পিএম
ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই অটোভ্যান যাত্রীর
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে একইদিন সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছোরদিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মেছরদিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মৃত হাসেন মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার মেছোরদিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।

ফরিদপুরে ঘরে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম
ফরিদপুরে ঘরে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার চুমুরদী গ্রামের নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিব মোল্লা চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার পুত্র। সে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
নিহতের মা বিউটি বেগম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসিবকে পড়তে দেখে ঘুমাতে যাই। পরে রাত তিনটার দিকে কোনও শব্দ না পেয়ে রুমে গিয়ে হাসিবকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।