খুঁজুন
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে তিন ছাগলচোরকে পিটমোড়া দিয়ে বেঁধে পুলিশে দিল স্থানীয়রা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৪৪ পিএম
ফরিদপুরে তিন ছাগলচোরকে পিটমোড়া দিয়ে বেঁধে পুলিশে দিল স্থানীয়রা
ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপে করে ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে তিন চোর। এ ঘটনায় ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন।
শনিবার (০৮ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
এর আগে শুক্রবার (০৭ মার্চ) দুপুরে ছাগল পিকআপে করে নিয়ে যাওয়ার সময় উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় তিনচোরকে আটক করা হয়।
আটককৃত চোরেরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু সেখ (২৭)।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের দাউদের স-মিলের সামনে থেকে শফিকুল ইসলামের দুইটি বকনা ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করে। মামলায় তিনচোরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।