ফরিদপুরে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
ফরিদপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ফরিদপুর মেডিকেল কলেজের মাঠ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শরীফ ওসমান হাদীর এ গায়েবানা জানাজার নামাজে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ওসমান হাদীর খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ফরিদপুরের সদরপুরে রাস্তার পাশে থেকে ২৪ বছর বয়সী অজ্ঞাত এক নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি রাস্তার ঢাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর মরদেহের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে ওই অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখে ক্ষতচিহ্ন রয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনো প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি। এতে করে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হচ্ছে বলে তারা মন্তব্য করেন। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন। “ওসমান হাদির হত্যার বিচার চাই”, “খুনিদের গ্রেপ্তার কর”, “বিচারহীনতা মানি না”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুলিশ সুপার কার্যালয় এলাকা।
এ সময় তারা বলেন, ‘অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা-না হলে আরো ব্যাপক কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়। এর পূর্বে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেও ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মো. আরাফাত, আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত সহ সামাজিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও কয়েকটি ইউনিট কাজ করছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ছাত্র-জনতা স্পষ্ট করে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন
Array