ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:০০ পিএম

ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা বসুন্ধরা শুভ সংঘ।
বসুন্ধরা শুভ সংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস এম আব্দুল হালিম।
ফরিদপুর জেলা শুভ সংঘের দপ্তর সম্পাদক তিহান আহমেদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা ও বাংলানিউজ২৪.কম-এর ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যনিবাহী সদস্য সনত চক্রবর্তী, শিক্ষার্থী অর্ঘ্য শিকদার ও ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, দিন দিন ই-মেইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাদের সাথে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জড়িয়ে পড়ছে। যেকোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা সাইবার অ্যাটকের শিকার হতে পারি। তাই এসব বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা ভালকাজের জন্য ইন্টারনেট ব্যবহার করবো। কেউ বুলিং বা হয়রানির শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথা জানানো হয় আলোচনা সভায়।
আপনার মতামত লিখুন
Array