ভাঙ্গায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সামনে এ দূর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ,এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
স্থানীয় মাইক্রোবাস সমিতির সভাপতি মো. খোকন শেখ জানান, এ ঘটনায় কোন নিহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জনের মতো বাস যাত্রী আহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালকের চোখে ঘুম ছিল। যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্প কয়েকজন যাত্রী হালকা-পাতলাভাবে আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন
Array