ফরিদপুরের-৪ আসনে ব্যাপক গণসংযোগ স্থপতি মুজাহিদ বেগের

ফরিদপুরের-৪ সংসদীয় আসনে ব্যপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। এই সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাতে হাত ও বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করেন।
সোমবার (২৫ আগস্ট) বিকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের কালিবাড়ি, সাদীপুর নতুন বাজার, আদমপুর হাট, দরগার গুজা, কচির গুঁজা, লক্ষ্মীপুর বাজার, ফাজিলপুর, মুন্সিবাড়ি, জানপুরের মোড়, মানিকদহ হসপিটাল মোড়, এরপর কান্দারবাড়ি হয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী নতুন বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাতে হাত ও বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচন যা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। ৫ই আগস্ট ২০২৪-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বাস্তবায়নের পর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থপতি মো. মুজাহিদ বেগ বলেন, আমি যখন ভেবেছি নির্বাচন করবো তখন থেকেই ভেবেছি প্রতিটি মানুষের কাছে যাবো প্রতিটি মানুষের হৃদয় জয় করবো। আমি চাই প্রতিটি সাধারণ মানুষ একজন এমপি প্রার্থীর সাথে মিশতে পারে, গল্প করতে পারে, মনের কথা খুলে বলতে পারে। তাই আমি বড় বড় জন সভা সমাবেশ না করে, শো ডাউন না না করে মানুষের সাথে পথে প্রান্তরে হেটে মানুষের কাছে যাচ্ছি।
আমরা বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম, স্বাস্থ্য প্রোগ্রাম করতেছি এবং কি প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করতেছি। যেন আমি সবার মনের দুঃখ কষ্ট সব বুঝতে পারি এবং ভাগাভাগি করতে পারি।
সত্যিকারের একজন এমপি প্রার্থীর জনকল্যাণ মূলক কাজে নিয়েজিত থাকা উচিত তার সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেন আমি এমপি নির্বাচিত হবার পর প্রতিটি মানুষ আমার কাছে আসতে পারে কোন মাধ্যম ছাড়া কোন নেতা ছাড়া, কোন ধরনের সুপারিশ ছাড়া। তারা যেন সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ পায় এই পরিবেশটা সৃষ্টি করছি। আমি চাই সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে জয় লাভ করতে। বাকিটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
তিনি আরো বলেন, যারা প্রচারণা চালায় তারা জানে ভোট তার। কিন্ত ভোট যে কার তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা আশাবাদী আমরা আশা নিয়ে এসেছি। আমরা মানুষের যে চেহারা হাসি এবং আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন এটা আমি নির্বাচনের মাঠে না আসলে বুঝতেই পারতাম না। সাধারণ মানুষের মনটা কতটা সাধারণ তারা ভালোবাসা দিতে জানে। আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি। আমি প্রতিটি হাঁট-বাজার গ্রাম প্রতিটি জায়গা আমি হাটি এবং মানুষের সাথে মিশি। আমাকে মানুষ সাদরে গ্রহণ করছে বুকে টেনে নিয়ে ভালোবসা দিচ্ছে। আমরা নির্বাচনে হারি কিংবা জিতি সাধারণ মানুষের সাথে আমৃত্যু ভালোবাসা থাকবে ইনশাল্লাহ্।
আপনার মতামত লিখুন
Array