ভাঙ্গায় বিএনপির আনন্দ মিছিল
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার চুমরদী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে চুমরদী বাবনাতলা বাসস্ট্যান্ড হয়ে বাবনাতলা হাট প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুমুরদী ইউনিয়ন শাখা আয়োজিত আনন্দ র্যালী শেষে বক্তব্য রাখেন চুমুরদী ইউনিয়ন বিএনপির সভাপতি পদ প্রার্থী মো.
ইস্রাফিল মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বাবলু সিকদার, চুমুরদী ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, আব্দুল খালেক ফকির, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, লিটু মোল্লার, বাবুল মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা ফরিদপুর -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলকে সর্বোচ্চ ভোটে জয় যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুমুরদী ইউনিয়ন শাখা আয়োজিত আনন্দ র্যালী শেষে বক্তারা চুমুরদী ইউনিয়ন বিএনপির সভাপতি পদ প্রার্থী মো. ইস্রাফিল মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বাবলু সিকদারের নাম ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন
Array