চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে নানা শ্রেণি-পেশার মানুষের মতবিনিময়
ফরিদপুরের চরভদ্রাসনে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন অত্র উপজেলায় যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে এ পরিচিতি ও মতবিনিময় সভা করেন তিনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ।
জানা যায়, নবাগত এই ইউএনও গত ১ ডিসেম্বর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে চরভদ্রাসন উপজেলার ইউএনও হিসেবে তার দায়িত্ব বুঝে নেন।
ইউএনও জালাল উদ্দিন পাবনা জেলার কৃতি সন্তান। তিনি ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।চরভদ্রাসন উপজেলায় যোগদানের পর বিভিন্ন দপ্তরের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও হিসেবে এই উপজেলা তার প্রথম কর্মস্থল।
সভায় উন্মুক্ত আলোচনা শেষে চরভদ্রাসন উপজেলার সার্বিক উন্নয়ন ও আরও সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এই ইউএনও। পরে একই স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
Array