খুঁজুন
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ, ১৪৩২

ফরিদপুরে রেলওয়ের জায়গায় বালু ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম
ফরিদপুরে রেলওয়ের জায়গায় বালু ভরাট করে অবৈধভাবে দখলের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারের পাশে মাদরাসা সংলগ্ন রেলওয়ের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তালমা রেলওয়ে এলাকার পাশে বসতবাড়ি নির্মাণ করে স্থানীয় দেলোয়ার মাতুব্বর রেলওয়ে কর্তৃপক্ষের লোকদের ম্যানেজ করে রেলওয়ের একাধিক জায়গা অবৈধভাবে দখল করেছে। বর্তমানে তালমা বাজারের পাশের মাদরাসা সংলগ্ন এলাকার একটি ড্রেন বন্ধ করে রেলওয়ের জায়গা দখল করে সেখানে বালু ভরাট করেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানো হলেও, তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রেলওয়ের জায়গা দখল করে বালু ভরাট করার বিষয়ে দেলোয়ার মাতুব্বর বলেন, আমি রেলওয়ের সরকারি জমি কৃষি কাজের জন্য লিজ নিয়েছি। জায়গাটি ডোবা (নিচু) হওয়ায় বালু দিয়ে ভরাট করেছি। এখন এই জায়গার নামে ব্যবসায়িক লিজ আনবো।

তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘রেলওয়ের জায়গায় বালু ভরাট করায়, তালমা বাজারের একটি ড্রেন দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। তালমা বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।’

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ সময় রেলওয়ের জায়গা লিজ দেওয়ার সুযোগ নেই। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক এবং স্হানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, তালমা রেল স্টেশনের পাশে রেলওয়ের জায়গা দেলোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি দখল করেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার মুঠোফোনেও যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। এছাড়া রেল কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা চাই, তবে তাদর সহযোগিতা করা হবে। তবে, অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।’

প্রবাসের দূরত্বে অপেক্ষার জীবন: প্রবাসী স্বামীর স্ত্রীদের নীরব গল্প

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ এএম
প্রবাসের দূরত্বে অপেক্ষার জীবন: প্রবাসী স্বামীর স্ত্রীদের নীরব গল্প

বিদেশে উপার্জনের আশায় স্বামী পাড়ি জমিয়েছেন বহু বছর আগে। ক্যালেন্ডারের পাতায় দিন গোনা হলেও বাস্তবে অপেক্ষার সময় যেন ফুরোয় না। বাংলাদেশের গ্রাম থেকে শহর—সবখানেই আছেন এমন হাজারো নারী, যাদের স্বামী দীর্ঘদিন প্রবাসে। সংসারের হাল ধরা, সন্তান লালন-পালন আর সামাজিক বাস্তবতার সঙ্গে লড়াই করেই কাটে তাদের দিন।

ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামের গৃহবধূ রেহানা বেগম বলেন, “স্বামী সৌদি আরবে আছে প্রায় আট বছর। প্রথম দুই বছর খুব কষ্ট হয়েছে। এখন সন্তানদের পড়াশোনা আর সংসার নিয়েই সময় কেটে যায়।” রেহানার মতো অনেক নারীর জীবন আবর্তিত হয় সন্তান ও পরিবারের দায়িত্ব ঘিরে। স্কুলে নেওয়া-আনা, পড়ালেখার খোঁজখবর, অসুস্থ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা—সবই তাদের একার কাঁধে।

প্রযুক্তির অগ্রগতিতে দূরত্ব কিছুটা কমলেও শূন্যতা পুরোপুরি যায় না। নিয়মিত ভিডিও কল, ভয়েস মেসেজ কিংবা রাত জেগে কথা বলাই এখন সম্পর্ক টিকিয়ে রাখার বড় ভরসা। “দিনে একবার কথা না হলে মনটা ভার হয়ে থাকে,” বলেন আরেক প্রবাসী স্ত্রী শিউলি আক্তার।

অনেক নারী সংসারের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন। কেউ সেলাই কাজ করেন, কেউ ঘরে বসে খাবারের ব্যবসা, আবার কেউ টিউশনি বা ছোটখাটো চাকরিতে যুক্ত। এতে একদিকে সময় ভালো কাটে, অন্যদিকে আত্মবিশ্বাসও বাড়ে।

স্থানীয় এক এনজিওকর্মী জানান, প্রবাসী পরিবারের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।

তবে বাস্তবতা সবসময় সহজ নয়। সামাজিক নিরাপত্তাহীনতা, একাকীত্ব, সিদ্ধান্ত নেওয়ার চাপ অনেককেই মানসিকভাবে দুর্বল করে দেয়। রাতে বাড়িতে একা থাকা, অসুস্থ হলে দেখভালের অভাব কিংবা সামাজিক কটূক্তি—এসব নীরবে সহ্য করেন তারা। তবুও সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরে এগিয়ে যান।

ধর্মীয় চর্চা, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, আত্মীয়স্বজনের যাওয়া-আসা—এসবই তাদের মানসিক শক্তি জোগায়। কেউ কেউ বলেন, “আল্লাহর উপর ভরসা রাখলে সময়টা সহজ লাগে।”

প্রবাসী স্বামীর স্ত্রীদের জীবন তাই শুধু অপেক্ষার গল্প নয়। এটি দায়িত্ব, ত্যাগ, সাহস আর আত্মমর্যাদার এক নীরব সংগ্রাম। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে এই নারীরা আরও শক্তভাবে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

ভাঙ্গায় বিএনপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ পেল রোগীরা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ পিএম
ভাঙ্গায় বিএনপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ পেল রোগীরা

ফরিদপুরের ভাঙ্গায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে তিন হাজার ১৭২ জন রোগীকে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার মালিগ্রাম ইউনিয়নে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে।

মেডিকেল ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনে চিকিৎসকগণ তিন হাজার ১৭২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন। এই কার্যক্রমে প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ সরবরাহ করা হয়।

রোগীরা জানান, ডাক্তারদের আন্তরিকতায় তাঁরা মুগ্ধ। এ ধরনের উদ্যোগে ভোগান্তি অনেক কমেছে এবং নিজেদের এলাকার দোরগোড়ায় চিকিৎসা সেবা পাওয়ায় উপকৃত হয়েছেন দরিদ্র জনগোষ্ঠী। এসময় রোগীরা চিকিৎসাসেবায় অংশ নেওয়া ঢাকা থেকে আগত চিকিৎসক দল এবং সেবা নিতে আসা সাধারণ মানুষদের প্রতি রোগীরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

এ বিষয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি আগেও কয়েক দফায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, নিজ খরচে ঢাকা থেকে রোগীদের চোখের ছানি অপারেশন (লেন্সসহ) কর্মসূচি পরিচালনা করেছি এবং বেশ কয়েকটি ক্যাম্প এখনও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই প্রোগ্রাম শুধু রাজনৈতিক প্রচার নয়, সাধারণ গরীব, অসহায় ও দরিদ্র মানুষের সেবা দেওয়াই মূল লক্ষ্য। সামনের দিনগুলোতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাওন কাজী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শাওন নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে বলে জানা যায়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওন কাজী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তি ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় আসামি করা হয় শাওন কাজীকে।