ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভার শুরুতে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয় এবং সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় সড়ক ও জনপথ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি সম্পদ, স্থানীয় সরকারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস.এম আব্দুল হালিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনসহ জেলার অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জেলায় সারের মূল্যবৃদ্ধি এবং সার সংকট সমাধানে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন বস্তিতে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
সভায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জেলার টেকসই উন্নয়ন সম্ভব। প্রতিটি দপ্তরকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” তিনি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।”

আপনার মতামত লিখুন
Array