সদরপুরের চরাঞ্চলে দুর্যোগ সহনশীলতা জোরদারে ১৬ পরিবার পেল কাঠের নৌকা
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খা নদীবেষ্টিত দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত মানুষের দুর্যোগ সহনশীলতা বাড়াতে কাঠের তৈরি নৌকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলা প্রশাসন চত্বরে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশন-এর সহযোগিতায় জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় এ নৌকা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের মোট ১৬টি উপকারভোগী পরিবারের মাঝে কাঠের নৌকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌকা বিতরণ করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। তিনি বলেন, “নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌকা শুধু যাতায়াতের মাধ্যম নয়, দুর্যোগকালে এটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল-মামুন শাহ, সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উত্তরণ সংস্থার প্রতিনিধি মোছা. চামেলী আক্তার, প্রণব কুমার দাস ও আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, পদ্মা ও আড়িয়াল খা নদীর তীরবর্তী এসব চরাঞ্চলে প্রতি বছর বন্যা ও নদীভাঙনের ঝুঁকি থাকে। দুর্যোগ মোকাবিলায় নৌকা বিতরণ কার্যক্রম স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও জরুরি পরিস্থিতিতে বড় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন
Array