সালথায় কৃষকলীগ ও শ্রমিক লীগের দুই নেতার পদত্যাগ
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষকলীগ ও শ্রমিক লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নিজ নিজ ফেসবুক আইডি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতারা হলেন— সালথা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু।
ফেসবুকে দেওয়া এক ঘোষণায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার লিখেছেন,
“আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে, কৃষকলীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
অপরদিকে, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “আমি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু), পিতা— মরহুম চৌধুরী আশরাফ আলী সিদ্দিকী, সাং— সালথা, থানা— সালথা, জেলা— ফরিদপুর। এই মর্মে ঘোষণা করিতেছি যে, জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বা এর কোনো সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
হঠাৎ করে দুই গুরুত্বপূর্ণ নেতার একযোগে পদত্যাগের ঘোষণায় সালথা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চলছে।

আপনার মতামত লিখুন
Array