আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে গণঅধিকার পরিষদের গণমিছিল
জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে গণমিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রুবেল শেখ, জিয়া খান, মনির চৌধুরী, মনির হাওলাদার, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর শেখ, নুরু মিয়া, দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
বক্তারা জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, এখনও আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। অবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

আপনার মতামত লিখুন
Array