Faridpur Protidin
মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ আওয়ামী লীগের আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর কানাডা থেকে বুধবার (০৫ জানুয়ারি) তিনি দেশে ফিরে ঢাকায় অবস্থান করেন। পরে শুক্রবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ জন্মভূমি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে আসেন। এর আগে তাকে সালথার আগলদিয়া মোড় থেকে সহস্রাধিক সাধারণ লোকজন ফুল দিয়ে বরণ করেন।
এসময় বোয়ালমারী, সালথা, নগরকান্দা, বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী পাঁচশতাধিক মোটরসাইকেল প্রটোকল দিয়ে তার নিজ গ্রাম বড়খাড়দিয়া প্রাইমারি স্কুল মাঠে আনা হয়। এসময় তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন। পরে সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মুশফিক বিল্লাহ জিহাদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতনে প্রায় দীর্ঘ ১৫ বছর দেশের বাহিরে ছিলাম। এখন বাড়ির রাস্তাও অচেনা হয়ে গিয়েছে। আমার ছেলে মেয়ে একজন ক্লাস ফাইভে পড়তো অন্য জন ক্লাস থ্রিতে। তখন আমি দেশ ত্যাগ করেছিলাম।
বর্তমানে আমার মেয়ের বিবাহ হয়ে গেছে। সেই বাচ্চাদের কোলে উঠাতে পারি নাই। আমার সেই দিনগুলো ফিরিয়ে দিবে কে? দেশ ছেড়ে থাকা অনেক কষ্টের ব্যাপার। গত পনের বছরে আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি এক জায়গা, আমার ভাইয়ের পরিবার আরেক জায়গা, মা বাবা ছিল অন্য জায়গা।
দুঃখ প্রকাশ করে মুশফিক বিল্লাহ জিহাদ বলেন, আমার বড় ভাই আল্লাহর ডাকে সারাদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তার মরদেহও শেষ দেখা দেখতে পারিনি। এমনকি আওয়ামী লীগ সরকার তাকে দাফন দিতে বাঁধা দেয়। মনে অনেক কষ্ট। মহান আল্লাহ যাকে সম্মান দিবেন, মানুষ চাইলেই তার সম্মান কেড়ে নিতে পারবেন না। মহান আল্লাহ আমাদের অনেক সম্মান দিয়েছে।
সালথার সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়ার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, শাহ মুহম্মদ হাবিবুল্লাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার রুমান, বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব।
Post Views: 242
আপনার মতামত লিখুন
Array