ফরিদপুরে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর আমির হামজা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ওই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে মাদ্রাসা থেকে বাহিরে যায় আমির হামজা। মাদ্রাসা ও বাড়িতে না যাওয়ায় পরিবার সারারাত খোঁজাখুঁজি করে। পরদিনও না পেয়ে তার বাবা সায়েম বিশ্বাস সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অর্ধগলিত লাশ উদ্ধার করে। আমির হামজার বাবা সেখানে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমির হাজমা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (২২ অক্টোবর) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
Array