খুঁজুন
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে বরই বাগানে কিশোরীকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৯ পিএম
ফরিদপুরে বরই বাগানে কিশোরীকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে একটি বরই বাগানে কিশোরীকে নিয়ে ধর্ষণের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় শফিকুল শেখ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারী) নির্যাতিত ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
​থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার মিজান শেখের ছেলে মো. শফিকুল শেখ (২১) বোয়ালমারী উপজেলার ধর্ষণের ঘটনাস্থল ওই গ্রামের দুলাভাই হাফিজার মোল্যার বাড়িতে থাকেন। ওই গ্রামে থাকার সুবাদে শফিকুল কিশোরীর মামা হওয়া সত্বেও মেয়েটিকে বিভিন্ন সময়ে উত্যক্তের করে আসছিল। এর সূত্র ধরে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে কিশোরী ঘর হতে বের হলে শফিকুলের ভাগনে রুহুল আমিন (১৮) মিথ্যা কথা বলে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শফিকুল শেখ ভাগ্নে রুহুল আমিনের সহায়তায় মুখে কাপড় গুজে ধস্তাধস্তি
 করে বাড়ির পাশের কুল বরই বাগানে নিয়ে যায়। সেখানে টং ঘরে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে অচেতন অবস্থায় টং ঘরে ফেলে রেখে বাইরে থেকে তালা মেরে আসামিরা পালিয়ে যায়।
এক পর্যায়ে কিশোরীর পরিবার তাকে খোঁজাখুঁজি করে পরেরদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাত-পা ও মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি নিয়ে এলাকায় বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ওই কিশোরীর বাবা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালমারী থানায় লিখিত এজাহার দায়ের করেন। লিখিত এজাহারের ভিত্তিতে ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল শেখকে ১ নম্বর ও রুহুল আমিনকে ২ নম্বর আসামি করে থানায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নম্বর-১৩। ওই রাতেই মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ অভিযান চালিয়ে আলফাডাঙ্গা উপজেলার দিগনগর বাজার এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, খবর পেয়েই মেয়ের বাবাকে থানায় নিয়ে আসা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার আসামিকে আদালতে ও কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:৫১ পিএম
ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদন্ড

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্যা (৫৭) নামের এক বৃদ্ধের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুদ্দিন ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই প্রতিবন্ধি কিশোরীর চাচা। রায় ঘোষণার সময় নুরুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন নুরুদ্দিন। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। পরদিন তার বাবা কোতয়ালি থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।’

সালথায় ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি আটক

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:১৪ পিএম
সালথায় ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি আটক

ফরিদপুরের সালথায় ইয়াবা সহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ও রবিবার দিবাগত রাতে কাগদি এলাকা থেকে ৮০পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাঝারদিয়া গ্রামের মো. মামুন মোল্যা (২৮), মো. সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬) ও কাগদি গ্রামের ইয়ার আলী মোল্যা (৩৮)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সোমবার ভোররাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মামুন সহ চারজনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মামুনের বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া রবিবার রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী নামে আরেক মাদক কারবারিকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অবমাননা ও অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে জাসাসের মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:১০ পিএম
অবমাননা ও অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে জাসাসের মানববন্ধন 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা-জাসাস।

দেশব্যাপী ‌কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়।

জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম প্রমুখ।

এসময় জেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম বকু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, মাসুম দেওয়ান, সৈয়দ মাসুদ রানা, নাইমুল হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য শাহিনুল হক শাহীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ৫ আগস্টের পর দেশকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অবস্থায় নতুন করে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ফায়দা হাসিলের জন্য এখন জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি। বক্তাগণ ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‌ এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর গণতান্ত্রিক সংগ্রামের পথ ধরে বেগম খালেদা জিয়া জনগণের ভোটে তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলিষ্ঠভাবে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন-গুম হয়েছে। হামলা-মামলার শিকার হয়েছে। আমরা কোনভাবেই তাদের এই আত্মদানকে বৃথা যেতে দিতে পারিনা।