ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন দুই নারী
                                                                    আসন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চারটি সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ফরিদপুর -১ সংসদীয় আসন স্থগিত রেখেছেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি পরে ঘোষণা করা হবে।
বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সারাদেশের বিএনপি ২৩২ টি আসনের ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে দুজন নারীকে দলীয় প্রতিকের জন্য মনোনীত করেছেন।
এরা হলেন, ফরিদপুর -২ সংসদীয় আসনের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব কে,এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম। তিনি ফরিদপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ফরিদপুর সদর-৩ আসনে ধানের শীষ দলীয় প্রতীক পেয়েছেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
এছাড়াও ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।
ফরিদপুর ২ আসনের দলীয় মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়া শামা ওবায়েদ ইসলাম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,স্থায়ী কমিটির নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময় দেশ আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।
তিনি আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে বিলিয়ে দেব।
                
                
                
                                
                                
                                                
                                                
                                                
                                    
                                            
                                            
                                            
                                            
                                            
                                    
আপনার মতামত লিখুন
Array