খুঁজুন
শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫, ১১:৩৯ এএম
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এসব সুযোগ-সুবিধার বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মেলায় গিয়ে জানা গেছে।
রবিবার (২৫ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
উদ্বোধন শেষে একটি র ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সোহেল রানা ও জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর প্রমুখ।
এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলার ৯টি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভূমি মেলার উদ্বোধন শেষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‌ জেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাচ্ছে।

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্বরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ‌
ফরিদপুর জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ‌ জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার ‌ আল আমিন খন্দকার, এন সি পির ১ নং যুগ্ন সমন্বয়ক এস এম জাহিদ।

ম্যারাথনটি ‌ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে ‌শহর প্রদক্ষিণ করে ‌ রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

oppo_0

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র ‌ সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ‌যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু প্রমূখ।

জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর থেকে নিহত ছয় জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, দেশের এই অবস্থায় জরুরী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। একটা নির্বাচিত সরকারের হাতে অন্তবর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বেই দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ‌।

এছাড়া দুপুরে ‌শহরের চকবাজার মসজিদে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত‌ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম
ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. শামসুল আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় তাদের লিফটের নিচে অর্ধগলিত মরদেহ রয়েছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে একটি মোবাইল এবং কিছু কাগজ পেয়েছি। মরদেহটির পরিচয় সনাক্তের কাজ চলছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, মরদেহের বিষয়ে রাত ১২টার দিকে আমার স্টাফরা আমাকে জানালে পুলিশকে জানাই। পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।