ফরিদপুরে শহীদ মিনারে আরাফাত রহমান কোকা স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি প্রদান

নারীর মর্যাদা ও উন্নয়নে কাজ করা সংগঠন নন্দিতা সুরক্ষা’র আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সমতায় তারুণ্য প্রকল্প, কিংডম অফ দ্যা নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন এর সহায়তায় ফরিদপুরে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী আয়োজন—‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিস্কাশন।’
আলোচনা শেষে মুক্ত পর্বে অংশগ্রহণকারী তরুণরা বলেন, ডিজিটাল সেইফটি এখন একটি অতি প্রয়োজনীয় বিষয় এবং এই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা আরও বলেন, সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় নাগরিক ভূমিকা এবং সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার একটি সমতার ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
শনিবার (১০ মে) দিনব্যাপী ফরিদপুর শহরের টেরাকোটা রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন তরুণ অ্যাক্টিভিস্ট, কমিউনিটি লিডার এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নন্দিতা সুরক্ষা–এর প্রতিষ্ঠাতা তাহিয়াতুল জান্নাত রেমি। এরপর পরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের তরুণ সদস্যরা। জেন্ডার সমতা বিষয়ে বক্তব্য দেন সোমাইয়া জানাহ উর্মী, ডিজিটাল সেইফটি নিয়ে আলোচনা করেন মোহাম্মদ তুষার আব্দুল্লাহ, স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মেহেজাবিন হোসেন দিবা। মিডিয়া স্বাক্ষরের প্রভাব নিয়ে কথা বলেন তরুণ অ্যাক্টিভিস্ট শাহরীন ইসলাম মাহিন এবং লবিং ও অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করেন তিহান আহাম্মেদ।
ডিস্কাশনের সঞ্চালিকা এবং সংগঠন এর সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মিতু বলেন, আমাদের আয়োজনটি অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে এবং আগামীর জন্য ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথ উন্মুক্ত করেছে বলে মনে করছি।
আপনার মতামত লিখুন
Array