ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জরুরী সেবা নম্বর সাটালো প্রথম আলো বন্ধুসভা
দৈনিক প্রথম আলো পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সামনে রেখে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জরুরী সেবা নম্বর সম্বলিত স্টিকার (১৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি আকার) সাটিয়েছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা।
জরুরী এ সেবা নম্বরের মধ্যে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হাইওয়ে পুলিশ, হাসপাতাল, আবহাওয়া অফিস, বিদ্যুৎ অফিসসহ ২৬টি জরুরী সেবা নম্বর সম্বলিত এই স্টিকার সাটানো হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে এ স্টিকার সাটোনোর মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু করে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা।
এ সময় বন্ধুসভার সহ-সভাপতি মানিক কুণ্ডু, সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর বন্ধুসভার সহ-সভাপতি মানিক কুণ্ডু জানান, জরুরী সেবা নম্বর হাতের কাছে না থাকায় দেশের জনগণকে বিভিন্ন জরুরী কাজে দুর্ভোগের মুখে পড়তে হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য জরুরী সেবা নম্বর সাটানোর এ উদ্যোগ নিয়েছে ফরিদপুর বন্ধুসভা।
তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এ সেবা নম্বরগুলো সাটানোর পাশাপাশি ফরিদপুরের নয়টি উপজেলাতেও এ কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন
Array