মধুখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আবুল কাশেম আবুলের নেতৃত্বে বিশাল এক আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি ঢাকা – খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এতে মধুখালী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় মধুখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আবুল কাসেম আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ভিপি এবং ফরিদপুর-১ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনু।
এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আন্তর্জাতিক মানের দুর্নীতিমুক্ত একটি দেশ।”
তিনি আরও বলেন, ‘ফরিদপুরে কেউ বিএনপির নামে চাঁদাবাজি করলে তা প্রতিহত করা হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক গোলাম মহিম, জাহিদ মোল্যা, এস এম কামাল, বিএনপি নেতা মীর আনিস, যুবদল নেতা আকরাম ফকির, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এটি এম সাইফুজ্জামান জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন
Array