সালথায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের বিভিন্ন স্থানে বটগাছ প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, আমি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিব ইনশাল্লাহ্। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে ও একজন আইনজীবী হিসেবে নানা সামাজিক কর্মকান্ডে আমি আপনাদের পাশে রয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে আমার অংশ নেয়া। হযরত হাফেজ্বী হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাছ মার্কা এদেশের গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভালবাসার প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাছ মার্কায় আপনাদের ভোট ও দোয়া চাই। বটগাছ যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দিয়ে সকলকেই আপন করে, তেমনিভাবে আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকেই আপন করে সকলের ইহ-পারলৌকিক কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। জয় হোক সত্য ও সুন্দরের।
তিনি আরও বলেন, আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব।
আপনার মতামত লিখুন
Array