খুঁজুন
সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ, ১৪৩২

ইউএনও’র সহযোগিতায় মা-বাবাকে খুঁজে পেল শিশু লামিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:৩১ পিএম
ইউএনও’র সহযোগিতায় মা-বাবাকে খুঁজে পেল শিশু লামিয়া
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার জামে মসজিদের সামনে ৪ বছর বয়সী শিশু লামিয়াকে একা দেখতে পায় স্থানীয় বাবুরচর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।  এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানাকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে বাবুরচর থেকে শিশুটিকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর বাবা আঃ রব মৃধার কাছে তার হারিয়ে যাওয়া মেয়েকে তুলে দেয়া হয়। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে শিশু লামিয়াকে ফিরিয়ে দেওয়ার সময় লামিয়ার বাবাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে  ইউএনওসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা এবং স্থানীয়রা।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, শিশুটির খবর পেয়েই আমি বিভিন্নভাবে তার পিতামাতার সন্ধানের চেষ্টা করি। শিশুটিকে উদ্ধার এবং বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেয়ার পেছনে স্থানীয় দুই সাংবাদিক মো. রোকনুজ্জামান ও সাব্বির হাসান এবং বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই।