গণিতে স্বর্ণপদক পেলেন ফরিদপুরের রাজেন্দ্র কলেজের দুই শিক্ষার্থী
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫২ পিএম

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে এ.এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিক সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের শতাব্দী ভবনে এ স্বর্ণপদক দেওয়া হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ থেকে এমএসসি ও বিএসসি (অনার্স) দুই শিক্ষার্থী এ.এফ.মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার হিসেবে পান।
দ্বাদশ বারের মত বিতরণকৃত এ পুরস্কার জয় করেন মনিরা আক্তার (বিএসসি অনার্স-২০২২) এবং খন্দকার ফখরুল আলম (এমএসসি
-২০২১)। উভয়ে এক ভরি ওজনের স্বর্ণ পদক এবং যথাক্রমে ১০,০০০ এবং ১৫,০০০ নগদ টাকা পুরস্কার লাভ করেন।
গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজটির অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম, ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান ও শিক্ষক কাউন্সিলের সম্পাদক মোহাম্মাদ ফজলুল করিম।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করে জানান, এই পুরস্কার তাদের এবং তাদের উত্তরসূরী শিক্ষার্থীদের বিশেষ ভাবে অনুপ্রাণিত করবে।
ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম তাঁর বক্তৃতায় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে একমাত্র রাজেন্দ্র কলেজেই এই পদক দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।
এ সময় গণিত বিভাগের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array