জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত ছাত্রদের সঙ্গে ফরিদপুরে পুলিশ সুপারের মতবিনিময়
ফরিদপুর জেলার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ফরিদপুর জেলা শাখার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমাজে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি, অপরাধমূলক সিন্ডিকেট, মাদক ব্যবসা ও মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ নানা সামাজিক সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে অপরাধ ও অনিয়ম প্রতিরোধে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং তথ্যভিত্তিক সহযোগিতা পুলিশ প্রশাসনকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।” তিনি যেকোনো অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছাত্র সংগঠনের নেতারা মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভাটি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
Array