খুঁজুন
বুধবার, ২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ়, ১৪৩২

ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:০০ পিএম
ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা সভা
ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা বসুন্ধরা শুভ সংঘ।
বসুন্ধরা শুভ সংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস এম আব্দুল হালিম।
ফরিদপুর জেলা শুভ সংঘের দপ্তর সম্পাদক তিহান আহমেদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা ও বাংলানিউজ২৪.কম-এর ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যনিবাহী সদস্য সনত চক্রবর্তী, শিক্ষার্থী অর্ঘ্য শিকদার ও ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, দিন দিন ই-মেইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাদের সাথে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জড়িয়ে পড়ছে। যেকোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা সাইবার অ্যাটকের শিকার হতে পারি। তাই এসব বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা ভালকাজের জন্য ইন্টারনেট ব্যবহার করবো। কেউ বুলিং বা হয়রানির শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথা জানানো হয় আলোচনা সভায়।

সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

সদরপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২৪ এএম
সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশু ‌তাইমুর রহমানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টায় সদপুরের শৌলডুবীতে নানা বাড়িতে অসাবধানতা বসত ঘরে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু হয় তার।

নিহত তাইমুর রহমান (৩) সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের নাজমুল সাকিবের ছেলে।

নিহতের বাবা নাজমুন সাকিব জানান, তারা ছেলে বসত ঘরের খাটের উপরে ঘুমানো অবস্থায় ছিল। হঠাৎ ঘুম ভেঙে উঠে ঘরের বিদ্যুতের সকের্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:১৩ এএম
ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০১ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোশাররফ মোল্লা মুসা চন্দনী গ্রামের আবু সাইদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, বোয়ালমারী থানা পুলিশের সহাতায় অভিযান চালিয়ে মোশাররফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার শোয়ার ঘর থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই শিমুল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। মুসা এলাকার চিহ্নিত মাদক কারবারি এ বিষয়ে সে স্বীকার উক্তি দিয়েছে। এর আগেও সে মাদক কারবারে অভিযুক্ত হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবারই ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শওকত আলী শরীফ, নগরকান্দা:
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৩৩ পিএম
নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে  ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় নগরকান্দা  উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে  লটারির মাধ্যমে  উপজেলার ৯ টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয় ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের  সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে  ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।  এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা,  ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন  বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে  উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।  আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল  সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফজল হোসেন বলেন- নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।