খুঁজুন
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক, ১৪৩২

ভাঙ্গায় টাকার জন্য বড় ভাইয়ের ছোট ভাইকে মারধর

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:২৭ এএম
ভাঙ্গায় টাকার জন্য বড় ভাইয়ের ছোট ভাইকে মারধর
ফরিদপুরের ভাঙ্গায় মাত্র ২০ হাজার টাকার জন্য জন্য বড় ভাইয়ের হাতে মার খেল ছোট ভাই। ঘটনাটি ভাঙ্গা পৌরসভার রায়পাড় সদরদী এলাকার।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার সময় সময় ভাঙ্গা পৌরসভার রায়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,  কয়েক মাস আগে বাড়ির কিছু গাছ বিক্রি করে ২০ হাজার টাকা পায় মৃত নেপাল মন্ডলের ছেলে নৈদার চান মন্ডল । সেই টাকা স্থানীয়ারা সালিস বৈঠকে তাদের বৃদ্ধা মা বিমলা রানী মণ্ডলের ভবিষ্যৎ চিকিৎসার জন্য রেখে দেওয়ার কথা হয়। কিন্তু বড় ভাই গোবিন্দ চন্দ্র মন্ডল সেই টাকার ভাগ দাবি করেন তার ছোট ভাই নৈদার চান মন্ডলের কাছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে গোবিন্দ মন্ডল এবং তারে ছেলে গোপাল মন্ডল, অপূর্ব মন্ডল স্ত্রী রাধা রানী দেবী, তার মেয়ে অদ্বিতী জোট বদ্ধ হায়ে নৈদার চান মন্ডলকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই বিষয়ে বিমলা রানী জানান, তার ভবিষ্যৎ চিন্তা করে গাছ বিক্রি করে ২০ টাকা তার ছেলে নৈতা মন্ডলের কাছে রাখা হয়। কিন্তু বড় ছেলে গোবিন্দ মন্ডল টাকার ভাগ দাবি করে। টাকা না দেওয়ায় নৈতা চন্দ্র মন্ডলকে মারধর করে।
উল্লেখ্য, বিমলা রানীর স্বামীর মৃত্যুর পর ছেলে নৈতা চনদ্র মন্ডল দেখভাল করছেন অন্য ছেলেরা ভরনপোষণ দেন না।
এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

ফরিদপুরে ধানক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:০০ পিএম
ফরিদপুরে ধানক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় একটি ধানক্ষেতে নিয়ে ৪৪ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হুমায়ন সিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকায় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হুমায়ন সিকদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ইমন সিকদারের ছেলে।

র‌্যাব-১০ জানায়, ‘গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের নগরকান্দার শংকর পাশা এলাকার একটি ধানক্ষেতে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার হুমায়ন সিকদারের নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নগরকান্দা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।’

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন,’ গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম
ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে স্ত্রী ঝর্ণা ওরফে বন্যা হত্যার অভিযোগে স্বামী সৌরভ কুমার দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে স্বামী সৌরভ দাসকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এর আগে একইদিন সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, ‘গত ২০ অক্টোবর সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার নজরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ঝর্ণা ওরফে বন্যাকে (২১) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস। গত চার বছর পূর্বে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয় বন্যার। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর হতে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই বন্যা বেশ কিছুদিন যাবৎ তার মা-বাবার সাথে থাকতো। ঘটনার দিন ভোর বন্যার মা শেফালী রানী পাশের বাড়ির জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। সকাল অনুমান ১১ টার সময় কাজ শেষে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে বন্যাকে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বন্যার মা বুঝতে পারেন তার মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন বন্যার মা শেফালী রানী মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

ইসকন নিষিদ্ধের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন-স্বারকলিপি প্রদান

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৩০ পিএম
ইসকন নিষিদ্ধের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন-স্বারকলিপি প্রদান

দেশব্যাপী গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন করেছে উপজেলা ওলামা পরিষদ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চরভদ্রাসন সদর বাজার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে সক্ষিপ্ত বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্বারকলিপি প্রদান করেন তারা।

চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি মো. জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী সেলিম হোসাইন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিম সহ স্থানীয় আলেম ওলামাগণ।

বক্তারা ইসকনকে উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এর সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর পাশাপাশি ধর্মীয় নেতা সহ গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।