খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ, ১৪৩২

ভাঙ্গায় লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেপ্তার

আব্দুল মান্নান, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:২৯ পিএম
ভাঙ্গায় লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় তিনদিন আগে হওয়া ডাকাতির ঘটনায় দুই কলেজ ছাত্রের লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) বিকেলে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে ডাকাতের ঘটনার দায় স্বীকার করেন গ্রেপ্তার হওয়া ওই দুই ডাকাত। পরে তাদেরকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ১২ টার দিকে ভাঙ্গা ও শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবচর থেক ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল (৩০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে ওই রাতেই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরাম শেখ (৩০) নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামের বাসিন্দা ও আরেকজন আকরাম শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামের বাসিন্দা।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, তিনদিন আগে ঢাকা থেকে ঘুরতে আসা দুই কলেজ ছাত্রের নিকট থেকে লুণ্ঠিত মোটরসাইকেল সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ফরিদপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে ডাকাতি করার ঘটনার দায় স্বীকার করেছেন। অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে ফরিদপুরের চন্দ্রপাড়া থেকে বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে ঢাকায় ফিরছিলেন ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান ও সাগর। রাতে ঢাকা ফেরার পথে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা নামক স্থানে আঞ্চলিক সড়কে ডাকাতের কবলে পড়েন তারা। ডাকাতরা তাদেরকে মারধর করে হোন্ডা, নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে রবিবার (২২ জুুন) ভোররাতে কৌশলে পালিয়ে তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এঘটনায় ওইদিন কলেজ ছাত্র মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

ভাঙ্গায় কাঁচা রাস্তার বেহাল দশা, ৬ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধের পথে

আব্দুল মান্নান, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৪৪ পিএম
ভাঙ্গায় কাঁচা রাস্তার বেহাল দশা, ৬ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধের পথে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগী ইউনিয়নে বড়দিয়া গ্রামে কাদা-পানির রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কাদা-মাটি ও জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও গ্রামবাসী।

প্রতিদিন চলাচলে অনুপোযোগী রাস্তা দিয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা ও বড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানা এবং পাকা মসজিদের যাতায়াতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েন। ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

সরোজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড়দিয়া গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার পাসে পাকা মসজিদ এবং কবরস্থান রয়েছে। কয়েক গ্রামের ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের এই জরাজীর্ণ কাদামাটি রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের চলাচলে চরম দুর্ভোগে পড়েন। অনুপযোগী রাস্তার কারণে কয়েক গ্রামের
কয়েকশত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, গ্রামের প্রধান রাস্তাটি টাকুর মোড় থেকে কাজী বাড়ির মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ হয়ে বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সমান্য বৃষ্টি হলেই কাঁদা পানি সৃষ্টি হয়ে যাতায়াতে অনুপোযোগী হয়ে পড়ে। কাঁচা পানির জন্য ছাত্র-ছাত্রীদের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়। যে কারণে প্রায় শতাধিক শিক্ষার্থী স্কুলে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে।

এ বিষয় ঐতিহ্যবাহী হরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়দিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবিএম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির ফলে কাঁচা রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন পানি-কাদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বই খাতা ভিজে যাচ্ছে। আমাদের যাতায়াতে প্রচন্ড কষ্ট হচ্ছে। অনেক শিক্ষার্থী কষ্ট সইতে না পেরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত রাস্তাটি সংস্কার করে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।

এলাকাবাসীর পক্ষে মোস্তফা মাতুব্বর বলেন, অনেক দিনে ধরে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা এসে পাকা রাস্তা করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু চলে যাওয়ার পর তা আর বাস্তবায়ন হয়নি। পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তাটির উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাই।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য একটা আবেদন পেয়েছি। প্রতি বছর অতি বর্ষণের ফলে সারাদেশে কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তাই চলতি অর্থ বছরে টিআর, কাবিখা সহ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যে অর্থ বরাদ্দ থাকে, সেই অর্থ দিয়ে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলের উপযোগী করা হবে।

ফরিদপুরে কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৩৯ পিএম
ফরিদপুরে কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

ফরিদপুরে ‘কাচ্চি ভাই’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্য পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ফরিদপুর শহরের আলিপুরের মোড়ের নিউমার্কেট এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ‘কাচ্চি ভাই’ নামক খাবারের রেস্টুরেন্টে খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে নিরাপদ খাদ্য আইনে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে খাবার তৈরি করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৩৫ পিএম
ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরের ভাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন শেষে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

লায়ন খন্দকার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মরতুজা খান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, পাট কর্মকর্তা এহসানুল হক, বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা আইয়ুব মোল্লা, মিজানুর রহমান পান্না, ফজলে সোবাহান শামীম, এনসিপির উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ সহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।