খুঁজুন
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক, ১৪৩২

ভাঙ্গায় ২ হাজার গরীব-অসহায় মানুষ পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৩৫ এএম
ভাঙ্গায় ২ হাজার গরীব-অসহায় মানুষ পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে লায়ন্স ইন্টান্যাশনাল ক্লাব ধানমন্ডি শাখার সহযোগিতায় ২ হাজার গরীব অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ডাায়বেটিিক পরীক্ষার সুযোগ পেয়েছে।

শনিবার (০১ নভেম্বর) উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্য এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল সাড়ে ৭ টা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানি রুগী বাছাই সহ বিভিন্ন চক্ষু সেবা প্রদান করা হয় এবং ডায়বেটিক পরীক্ষা, পেশার মাপা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতায় লায়ন খন্দকার মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শহীদুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক গোলাম মরতুজা খান, লায়ন মো. নুরু মিয়া, মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মিয়া, আফজাল হোসেন খান, মাহাবুবুর রহমান, নাসির হোসেন, মো. শাহ আলম।

লায়নস ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন, লায়ন মো. বেলাল হোসেন, ডা. আসাদুজ্জামান, সৈয়দ নাসিম, কামরুল হোসেন, এম.এম. বাশার প্রমুখ।

অনুষ্ঠানে সৎ সংঘ সামাজিক সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, চক্ষু সেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং চিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বদ্ধ পরিকর। মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দুই হাজার রোগীকে চোখের যাবতীয় পরীক্ষা, চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে। এছাড়া অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন। আমরা প্রতিবছরই শিমুল বাজার তথা আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে এই চক্ষু সেবা প্রদান করে থাকি।

যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল আগারগাও ঢাকায় সম্পূর্ন বিনা খরচে চোখের অপারেশন করা হবে। অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন। চক্ষু রোগী প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে।

তারেক রহমানসহ যাঁদের হাতে প্রথমবার ধানের শীষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম
তারেক রহমানসহ যাঁদের হাতে প্রথমবার ধানের শীষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে লড়তে যাচ্ছেন বেশ কিছু নতুন মুখ। নতুন মুখের এই তালিকায় শুরুতেই আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান ছাড়াও নতুনদের দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-৬), ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩) এবং নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (ঢাকা-৬)।

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সৈয়দ শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫) ও গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করে আসা সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিও (ঢাকা-১৪) রয়েছেন নতুনদের মিছিলে।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, শফিকুল ইসলাম খান (ঢাকা-১৫), ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম (যশোর-৬), যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন (ভোলা-৪) ও প্রয়াত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭)।

এ ছাড়া রাজীব আহসান (বরিশাল-৪), এস এম ওবায়দুল হক নাসির (টাঙ্গাইল-৪), ফখরুল ইসলাম (নোয়াখালী-৫), মাহবুবের রহমান শামীম (নোয়াখালী-৬), মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), কাজী সালাহউদ্দিন (চট্টগ্রাম-৪), ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ (ফরিদপুর-৩), প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমীন (নাটোর-১) ও যুক্তরাজ্য বিএনপির নেতা মো. আব্দুল মালেক (সিলেট-৩)।

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম
বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় দেখা গেছে, এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনটি আসন থেকে। এ ছাড়া সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, ঝালকাঠি-২ আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর-২ আসনে সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থী তালিকা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”

তিনি আরও জানান, অনেক আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একসঙ্গে আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে অবশিষ্ট আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতার নাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতার নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।

এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম।

যদিও এই তালিকা ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আসতে পারে।

সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম।

প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও।

নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি।

ঢাকা ১০ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুই জনের নামও নেই ঘোষিত তালিকায়।

মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে।

অন্যদিকে, বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের।

যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে।

তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন, তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

তথ্য সূত্র : বিবিসি বাংলা