খুঁজুন
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র, ১৪৩২

শাওমি’র রেডমি নোট ১৪ বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৬ এএম
শাওমি’র রেডমি নোট ১৪ বাজারে

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে আসলো বহুল প্রতীক্ষিত শাওমি রেডমি নোট ১৪।

ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে দারুণ এআই ক্যামেরা সেটআপ।

ফটোগ্রাফি ও ফটো এডিটে যা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা।

পারফরম্যান্স ও স্টাইলে ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪।

‘লেজেন্ডারি শটস, এআই ক্রাফ্টেড’ ট্যাগলাইনের ওপর ভিত্তি করে শাওমি রেডমি নোট ১৪ মোবাইল ফটোগ্রাফিটিতে নতুন মাত্রা যোগ করবে।

স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ যা প্রাণবন্ত, স্পষ্ট ও ডিটেইলড ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।

ছবি এডিট ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। এর ফলে ল্যান্ডস্কেপ নিখুঁত এবং এআই ইরেজ টুল ব্যবহার করে নিজের মতো করে ছবি এডিট করতে পারবেন ফটোগ্রাফিপ্রেমীরা।

শাওমি রেডমি নোট ১৪ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে ও দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫, যা এই সেগমেন্টে শুধুমাত্র শাওমি রেডমি নোট ১৪ এ ব্যবহার করা হয়েছে। এছাড়া ডাস্ট ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। ফলে যেকোনো পরিস্থিতিতে স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয় গ্রাহকদের দেবে দীর্ঘ চার বছর নতুনের মতো স্মুথ অভিজ্ঞতা। একইসঙ্গে শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও এফিশিয়েন্ট করে তুলবে। ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট গ্রাহকদের দেবে সুপার-স্মুথ স্ক্রলিং-এর অভিজ্ঞতা। পাশাপাশি ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও কালারফুল ও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করবে শাওমি রেডমি নোট ১৪।

হেভি ইউজারদের প্রাধান্য দিয়ে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর লং লাস্টিং ব্যাটারি গ্রাহকদের অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। দ্রুত চার্জিং এজন্য এতে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা যার মাধ্যমে ফোনটি শূন্য থেকে ১শ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ৭৭ মিনিট।

রেডমি নোট ১৪ ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ফলে কোন এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা মিউজিক ও ভিডিওপ্রেমীদের দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। পাশাপাশি আইআর ব্লাস্টারের মতো আধুনিক সুবিধা ফোনটির দৈনন্দিন ব্যবহারকে আরও বৈচিত্র্যময় ও অনন্য করে তুলবে।

 

শাওমি রেডমি নোট ১৪ পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে—মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু। ওজনে হালকা ও স্লিম হওয়ায় ফোনটি দেখতে যেমন স্টাইলিশ, হ্যান্ডফিলের ক্ষেত্রেও গ্রাহকদের দেবে তেমন প্রিমিয়াম অনুভূতি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি রেডমি নোট ১৪ বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের শাওমি ফ্যানদের অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতির একটি ধারাবাহিক অংশ এটি। এর পাওয়ারফুল ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে ও ডিউরাবল ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আমরা বিশ্বাস করি, যারা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাদের সকলের পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি।

বাংলাদেশের গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী দুইটি র‌্যাম অপশনে শাওমি রেডমি নোট ১৪ কিনতে পারবে। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি। প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ২৬ হাজার ৯৯৯ টাকা।

ফরিদপুরে মাদকসেবনকারী দুই যুবকের কারাদণ্ড-অর্থদণ্ড

আলফাডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:২৬ পিএম
ফরিদপুরে মাদকসেবনকারী দুই যুবকের কারাদণ্ড-অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় টিটোল মল্লিক (৩৭) ও মেহেদী হাসান (২৬) নামে দুই মাদকসেবনকারী যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়া একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেক জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, টিটোল মল্লিক উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে। মেহেদী হাসান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসেবন অবস্থায় আটক করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, দুই জনের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা ও মহানগর কৃষক দল।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।

ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাড. মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক আজম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদুল ইসলাম, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বুলেট মেম্বার, যুগ্ন আহবায়ক মো. সোহেব শেখ, মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলকে সাজা প্রদান করা হয়েছে। তারা অনতিবিলম্বে বাবুলের সাজা বাতিল করে নি:শর্ত মুক্তির দাবি জানান।

চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম
চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগের ডাম্পিং করায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। গত কয়েকদিন পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামে পাকা সড়কে ধসের পাশাপাশি একই ইউনিয়নের টিলারচর গ্রামে দেখা দেয় নদী ভাঙন। খবর পেয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন ও স্থানীয় মানুষের সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধবার (১৯ আগস্ট) ভাঙন প্রতিরোধে আপদকালীন প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েকদিন স্রোতের তোরে হাজীডাঙ্গী সড়কের ধসে পড়া স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন রোধে ডাম্পিং কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নদী পাড়ের বসতি সুফিয়া বেগম (৬৭) ও নুরজাহান(৫২) বলেন, গত কয়েক রাত নদী ভাঙনের ভয়ে তারা ঘুমাতে পারে নাই। এখন তারা শান্তিতে বসবাস করতে পারবে।

ভাঙন প্রতিরোধের ডাম্পিংয়ের বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “হাজীডাঙ্গী গ্রামের ধসে যাওয়া পাকা সড়কে আপদকালীন ভাঙন রোধে জিও ব্যাগের ডাম্পিং কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ওই এলাকার সড়ক রক্ষায় ৪৫ মিটার জায়গায় জিওব্যাগ ফেলা হবে। এছাড়া টিলারচর গ্রামের অংশটা পানির নিচে থাকায় কাজ করা সম্ভব হচ্ছেনা। পানি কমে নদীর পাড় জাগলে ওইখানে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভাঙন রোধে চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্ট মিলে ৩.১৫ কি:মি : যায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছে বলেও জানান পাউবোর এই নির্বাহী প্রকৌশলী”।